মীরপুর, 22 ডিসেম্বর: মীরপুরে দ্বিতীয় টেস্ট খেলতে নেমে প্রথম ইনিংসে মাত্র 227 রানে গুটিয়ে গেল বাংলাদেশি (Bangladesh) ব্যাটাররা। জাকির-শাকিবদের ব্যাটিং ব্যর্থতায় একমাত্র দাঁত চেপে লড়াই চালালেন মোমিনূল হক। চট্টগ্রাম টেস্টে হারের পর এদিন টসে জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন বাংলাদেশ অধিনায়ক শাকিব আল হাসান (India bowled out Bangladesh for 227 in their first innings)।
শুরু থেকেই দাপট দেখাতে থাকেন উমেশ যাদব, রবিচন্দ্রন অশ্বিন। পেস-স্পিনের যুগলবন্দিতে কার্যত দিশেহারা দেখাচ্ছিল টাইগারদের। একমাত্র লড়াই চালালেন মোমিনূল হক । তিনি ছাড়া আর কোনও ব্যাটারই তিরিশ রানের গণ্ডি পেরতে পারেননি । নাজমুল হাসান শান্ত (24 রান), মুশফিকুর রহিম (26 রান), লিটন দাস (25 রান) কেউই উইকেটে থিতু হতে পারেননি । একমাত্র দাঁত কামড়ে পড়ে ছিলেন মোমিনূল হক । তিন নম্বরে নেমে তাঁর সংগ্রহ 84 রান (India vs Bangladesh 2nd Test)।
এদিন একযুগ পর পাঁচদিনের ক্রিকেটে প্রত্যাবর্তন ঘটেছে জয়দেব উনাদকাটের । 12 বছর পর জাতীয় দলের হয়ে সাদা জার্সিতে প্রত্যাবর্তন ঘটিয়ে উনাদকাট দেখালেন, তাঁর ধার একটুও কমেনি । 2010 সালে শেষবার টেস্ট খেলতে নেমেছিলেন । তাঁকে ছাডা়ই দেশ 118টি টেস্ট খেলার পর ফের মাঠে ফিরলেন উনাদকাট । বল হাতে যোগ্য সঙ্গত করলেন উমেশ-অশ্বিনকে । তুলে নিলেন জাকির হাসান, মুশফিকুর রহিমকে । তিন বোলারের দাপটেই এদিন ব্যর্থ টাইগারদের ব্যাটিং ইউনিট।