পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / sports

IND vs SL T20 : করোনা নেগেটিভ হলেও টি-20 সিরিজ়ে হয়ত নেই হার্দিক-ইশান-পৃথ্বীরা

ক্রুণাল পাণ্ডিয়ার সংস্পর্শে আসা নয় খেলোয়াড়দের সকলেরই করোনা রিপোর্ট নেগেটিভ এসেছে ৷ তা সত্ত্বেও ঝুঁকি নিতে চাইছে না বিসিসিআই ৷ শোনা যাচ্ছে ইশান কিষাণ, হার্দিক পাণ্ডিয়াদের আইসোলেশনে পাঠানো হয়েছে ৷

IND vs SL T20
IND vs SL T20

By

Published : Jul 28, 2021, 2:19 PM IST

কলম্বো, 28 জুলাই : মেন ইন ব্লু-র অন্দরে করোনার হানা ৷ সূত্রের খবর, এই কারণে শ্রীলঙ্কার বিরুদ্ধে টি-20 সিরিজ় (india vs sri lanka T20 series) থেকে ছিটকে গিয়েছেন 9 জন ভারতীয় ক্রিকেটার ৷ তাঁদের মধ্যে হার্দিক পাণ্ডিয়া, ইশান কিষাণ, পৃথ্বী শ, সূর্যকুমার যাদবের নাম উঠে আসছে ৷ বাকিদের নাম জানা যায়নি ৷ তবে দেবদত্ত পড়িক্কল এবং কৃষ্ণাপ্পা গৌতমের নাম ঘোরাফেরা করছে ৷ ফলে উপোরোক্ত নামগুলি ছাড়াই আজ দ্বীপরাষ্ট্রের দলটির বিরুদ্ধে কুড়ি বিশের লড়াইয়ে নামছে শিখর ধাওয়ানের ভারত ৷

প্রথম টি-20 ম্যাচ জিতে তিন ম্যাচের সিরিজ়ে এগিয়ে গিয়েছে ভারত ৷ গতকাল সিরিজ়ের দ্বিতীয় টি-20 ম্যাচ হওয়ার কথা ছিল ৷ কিন্তু ম্যাচ শুরু হওয়ার কয়েক ঘণ্টা আগে জানা যায় অলরাউন্ডার ক্রুণাল পাণ্ডিয়া করোনা আক্রান্ত ৷ রুটিন অ্যান্টিজেন টেস্টে ক্রুণালের করোনা ধরা পড়ে ৷ ম্যাচ স্থগিত হয়ে যায় ৷ ক্রুণালকে অন্য হোটেলে আইসোলেশনে পাঠিয়ে তাঁর সংস্পর্শে আসা ক্রিকেটারদের তড়িঘড়ি আরটিপিসিআর টেস্ট করা হয় ৷ মনে হচ্ছিল সিরিজ়টাই বাতিল হয়ে যাবে ৷ যদিও বাকিদের রিপোর্ট নেগেটিভ আসায় বিসিসিআইয়ের তরফে সূচি অনুযায়ী সিরিজ় খেলার কথা জানানো হয় ৷

সূত্রের খবর, সংক্রমণ ছড়িয়ে পড়ার আশঙ্কায় সিরিজ়ের বাকি দুটি ম্যাচে ক্রুণাল সহ নয়জন খেলোয়াড়কে না খেলানোর সিদ্ধান্ত নিয়েছে ভারতীয় বোর্ড ৷ তাদের পুরোপুরি আইসোলেশনে রাখা হয়েছে ৷ শ্রীলঙ্কার কোভিড প্রটোকল অনুযায়ী 30 জুলাই ভারতীয় দলের সঙ্গে দেশে ফিরতে পারবেন না ক্রুণাল ৷ আইসোলেশন পর্ব শেষ করার পর রিপোর্ট নেগেটিভ এলে তবেই দেশে ফিরতে পারবেন ৷

আরও পড়ুন : Badminton legend dies : প্রয়াত সিন্ধু-সাইনাদের পূর্বসূরী নন্দু নাটেকর

কিন্তু এতগুলো খেলোয়াড় একসঙ্গে ছিটকে গেলে বাকি দুটি টি-20 ম্যাচে আদৌ কি দল সাজাতে পারবে ভারত? এটাই এখন বড় প্রশ্ন ৷ দেখা যাক পরিস্থিতির সামাল কিভাবে দেয় ভারতীয় বোর্ড ৷ গত সোমবার পৃথ্বী শ এবং সূর্যকুমার যাদব ইংল্যান্ডের বিরুদ্ধে পাঁচ ম্যাচের টেস্ট সিরিজ়ের জন্য ডাক পেয়েছেন ৷ যা পরিস্থিতি তাতে ঝুলে রইল এই দুজনের ইংল্যান্ড সফর ৷

ABOUT THE AUTHOR

...view details