লন্ডন, 3 সেপ্টেম্বর : বিপর্যয় ঠেকিয়েছিলেন অলি পোপ ৷ প্রথম ইনিংসে 62 রানে পাঁচ উইকেটে হারিয়ে ধুঁকতে থাকা ইংল্যান্ডকে টেনে তুললেন তিনিই ৷ 81 রান করলেন ৷ পোপের দেখানো পথে হাঁটলেন জনি বেয়ারস্টো, ক্রিস ওকস, মইন আলিরা ৷ তাঁদের সম্মিলিত প্রয়াসে বিপর্যয় কাটিয়ে প্রথম ইনিংসে 290 রানে শেষ করল ইংল্যান্ড ৷ কেনিংটন ওভালে প্রথম ইনিংসে 99 রানের লিড নিল জো রুটের দল ৷ অর্ধশতরান করেছেন ক্রিস ওকস ৷
62 রানে পাঁচ উইকেট তুলে নিয়েও জো রুটদের বাগে আনতে পারেনি কোহলি অ্য়ান্ড কোং ৷ ওলি পোপ ও জনি বেয়ারস্টোর দুরন্ত ব্য়াটে ঘুরে দাঁড়ায় ইংল্য়ান্ড ৷ তারপর মাত্র এক উইকেট হারিয়ে ভারতের রান টপকে যায় ইংল্য়ান্ড ৷ 61.4 ওভারে ভারতের 191 রান টপকে যায় রুট-বাহিনী ৷ ষষ্ঠ উইকেটে বেয়ারস্টো ও পোপের 89 রানের পার্টনারশিপে ম্য়াচে কামব্য়াক করে ইংল্য়ান্ড ৷ বেয়ারস্টো ব্য়ক্তিগত 37 রানে প্য়াভিলিয়নে ফিরলেও দুরন্ত হাফ-সেঞ্চুরি করে দলকে টানেন পোপ ৷ ইংরেজ উইকেটকিপার-ব্য়াটসম্য়ান বেয়ারস্টোকে ফেরান মহম্মদ সিরাজ ৷