নাগপুর, 10 ফেব্রুয়ারি: সিরিজের প্রথম টেস্টের প্রথম দিনে আধিপত্য দেখিয়েছে ভারত (India) ৷ কিন্তু দ্বিতীয় দিনের শুরুতে খেলায় ফেরার ইঙ্গিত দিল অস্ট্রেলিয়া (Australia) ৷ নাগপুরে অভিষেক হওয়া অজি স্পিনার টড মারফির দ্রুত নেওয়া দুই উইকেট অন্তত সেকথাই বলছে ৷ দ্বিতীয় দিনের লাঞ্চের আগে ভারতের স্কোর 3 উইকেটে 151 ৷ ক্রিজে এখনও রয়েছেন ক্যাপ্টেন রোহিত শর্মা (Rohit Sharma) ৷ তিনি সেঞ্চুরির দোড়গোড়ায় ৷
বৃহস্পতিবার শুরু হয়েছে বর্ডার-গাভাসকার ট্রফি (Border-Gavaskar Trophy) ৷ চার টেস্টের এই সিরিজের প্রথম ম্যাচ হচ্ছে নাগপুরে (Nagpur) ৷ প্রথমদিন টস জিতে প্রথম ব্যাট করার সিদ্ধান্ত নেন অজি ক্যাপ্টেন প্যাট কামিন্স ৷ কিন্তু ভারতীয় বোলিংয়ের সামনে সেভাবে দাঁড়াতেই পারেননি অস্ট্রেলীয় ব্যাটাররা ৷ মাত্র 177 রানেই শেষ হয় স্মিথদের ইনিংস ৷
তার পর ব্যাট করতে নেমে দিনটা ভালোই শেষ করেছিল ভারত ৷ সহ-অধিনায়ক কে এল রাহুলের (KL Rahul) উইকেট হারিয়ে দিনের শেষে ভারতের স্কোর ছিল 77 ৷ প্রথম ইনিংসে অস্ট্রেলিয়ার থেকে 100 রান পিছিয়ে ৷ ক্রিজে ছিলেন রোহিত শর্মা (61) ও নাইট ওয়াচম্যান রবিচন্দ্রন অশ্বিন (13) ৷