নাগপুর, 11 ফেব্রুয়ারি: বর্ডার-গাভাসকার ট্রফির (Border-Gavaskar Trophy) প্রথম টেস্টের প্রথম ইনিংসে 223 রানে এগিয়ে ভারত (India) ৷ নাগপুরে বৃহস্পতিবার শুরু হওয়া এই টেস্ট ম্যাচের প্রথম ইনিংসে অস্ট্রেলিয়ার (Australia) স্কোর ছিল 177 ৷ আর ভারতের ইনিংস শেষ হয় 400 রানে ৷
শনিবার চার টেস্টের এই সিরিজের প্রথম ম্যাচের তৃতীয় দিন ৷ দ্বিতীয় দিনের শেষে ভারতের স্কোর ছিল 321 ৷ আউট হয়েছিলেন সাতজন ব্যাটার ৷ ক্রিজে ছিলেন রবীন্দ্র জাডেজা (Ravindra Jadeja) ও অক্ষর প্যাটেল (Axar Patel) ৷ দু’জনেই শুক্রবার হাফ সেঞ্চুরি করেছিলেন ৷ তাই শনিবার তাঁরা সেঞ্চুরি করতে পারেন কি না, সেই দিকেই তাকিয়ে ছিলেন ক্রিকেট প্রেমীরা ৷
কিন্তু দু’জনেই সেঞ্চুরি হাতছাড়া করেছেন ৷ জাডেজা আউট হন ব্যক্তিগত 70 রানে ৷ আর অক্ষরের ইনিংস থামে 84 রানে ৷ তিনি আউট হওয়াতেই শেষ হয় ভারতের ইনিংস ৷ যদিও জাডেজা যখন আউট হন, সেই সময় ভারতের স্কোর 328 ৷ তখন গতকালের স্কোরের সঙ্গে মাত্র 7 রান যুক্ত হয়েছে ৷ ভারতের লিড 200 রান পার হবে কি না, তা সন্দেহ তৈরি করেছিল ক্রিকেট বিশেষজ্ঞদের মনে ৷