বেঙ্গালুরু, 26 অক্টোবর: চলতিবিশ্বকাপে চতুর্থ হার জস বাটলারের ইংরেজবাহিনীর ৷ পাশাপাশি সেমিফাইনালে পৌঁছনোর রাস্তাও আরও কণ্টকাকীর্ণ হয়ে গেল তাদের জন্য ৷ বৃহস্পতিবারও জয়ে ফিরতে পারল না ইংল্যান্ড ৷ দিনের শুরুতেই ইংরেজদের টানা তৃতীয় হারের চিত্রনাট্য লিখে দিয়েছিল শ্রীলঙ্কার আগুনে বোলিং ৷ লাহিড়ু কুমারা এবং অ্যাঙ্গেলো ম্যাথিউজের দুরন্ত বোলিংয়ে এদিন মাত্র 156 রানেই গুটিয়ে যায় ইংল্যান্ড ৷ জবাবে ব্যাট করতে নেমে পাথুম নিশাঙ্কা এবং সান্দিরা সামারাবিক্রমার জোড়া অর্ধ-শতরানের জেরে আট উইকেট বাকি থাকতেই জয়ের জন্য় প্রয়োজনীয় রান তুলে নেয় লঙ্কাবাহিনী ৷
ডেভিড উইলির হাত ধরে প্রথমেই জোড়া ধাক্কা দেয় ইংল্য়ান্ড ৷ কিন্তু তাদের ম্য়াচে ফেরার আশায় জল ঢেলে দিল নিশাঙ্কা-সামারার 137 রানের পার্টনারশিপ ৷ নিশাঙ্কা এদিন খেলেন 77 রানের ঝকঝকে ইনিংস ৷ ইনিংসে মোট সাতটি বাউন্ডারি এবং দু'টি ওভারবাউন্ডারি মারেন এই লঙ্কান ওপেনার ৷ পাশাপাশি সামারাবিক্রমাও তাঁর সুন্দর ফর্ম বজায় রাখেন এই ম্যাচে ৷ ধ্রুপদী শটে করেন ম্যাচ জেতানো 65 রান ৷ 54 বলে তৈরি এই ইনিংসে সাতটি চার মেরেছেন এই ডানহাতি মিডল অর্ডার ব্যাটারও ৷