পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / sports

Sachin Tendulkar: 'বিরাট' কাঁধে ভিকট্রি ল্যাপ, একযুগ পর কোহলির জন্য ওয়াংখেড়েতে গলা ফাটাচ্ছেন সচিন - Sachin Tendulkar in Wankhede

10 বছর বয়সে লুকিয়ে খেলা দেখতে এসেছিলেন এই মাঠে ৷ টিকিট ছিল না তাঁর কাছে ৷ আর সেই ওয়াংখেড়েতেই এখন শোভা পাচ্ছে তাঁর 'বিরাট' মূর্তি ৷ বৃহস্পতিবার ভারতের খেলা দেখতে গ্যালারিতে হাজির মাস্টার ব্লাস্টার ৷

Sachin Tendulkar
কোহলির জন্য় আজ ওয়াংখেড়েতে গলা ফাটাচ্ছেন সচিন

By ETV Bharat Bangla Team

Published : Nov 2, 2023, 3:45 PM IST

Updated : Nov 2, 2023, 3:59 PM IST

ওয়াংখেড়ে, 2 নভেম্বর:2011 সালে 2 এপ্রিল, ঠিক এক যুগ আগে এই দিনে ওয়াংখেড়ে স্টেডিয়ামেই ক্রিকেট জীবনের একটি বৃত্ত পূর্ণ করেছিলেন মাস্টার ব্লাস্টার সচিন তেন্ডুলকর ৷ 1987 সালের বিশ্বকাপে বলবয়ের দায়িত্ব পালন করা তরুণ ক্রিকেটারের হাতে সেদিন উঠেছিল বিশ্বকাপের ট্রফি ৷ বারবার তিনি বলেছেন, কপিল দেবের হাতে প্রুডেনশিয়াল কাপ দেখার পর থেকেই তিনি চেয়েছিলেন দেশকে বিশ্বকাপ জেতাতে ৷ কিন্তু স্বপ্ন পূরণের খুব কাছাকাছি এসেও 2003 সালে ট্রফি ছুঁতে পারেননি 'ক্রিকেট ঈশ্বর' ৷ 'ম্যান অফ সিরিজ'-এর সোনার ব্যাটই সেদিন ছিল সান্ত্বনা ৷ ঠিক আট বছর পর ঘরের মাঠে শ্রীলঙ্কাকে হারিয়ে পূর্ণ হয় লিটল মাস্টারের কঠিন লড়াই ৷ এরপর সচিনকে কাঁধে সারা মাঠে চক্কর দিয়েছিলেন বিরাট কোহলিরা ৷ সেই বিরাটের খেলা দেখতেই বৃহস্পতিবার ওয়াংখেড়েতে হাজির মাস্টার ব্লাস্টার ৷ আজ তিনি দর্শকাসনে বসে গলা ফাটাবেন বি-রা-ট, বি-রা-ট স্বরে ।

একদিন এই গ্য়ালারিতেই উঠত স-চি-ন, স-চি-ন স্লোগান ৷ অবশ্য় সেই চিৎকার মনে পড়ে গেল এদিনও ৷ মাঠে সতীর্থ মুথাইয়া মুরলিধরনের সঙ্গে স্বপ্নের ট্রফি হাতে পা রাখলেন মাস্টার ব্লাস্টার ৷ আর গোটা ওয়াংখেড়ে যেন চিৎকার করে শুভেচ্ছা জানাল তাঁদের কাছের মানুষকে ৷ বুধবার এই স্টেডিয়ামে সচিন তেন্ডুলকর স্ট্যান্ডের ঠিক পাশেই তাঁর একটি 22 ফুট উঁচু মূর্তি উন্মোচন করা হয়েছে ৷ সোশাল মিডিয়ায় সেই মূর্তির একটি ছবিও এদিন শেয়ার করেছেন লিটল মাস্টার ৷ আর সঙ্গে শেয়ার করেছেন প্রথমবার ওয়াংখেড়ে স্টেডিয়ামের সঙ্গে তাঁর পরিচয়ের কাহিনি ৷

আরও পড়ুন:ওয়াংখেড়েতে উন্মোচিত হল ‘বাইশ গজের ঈশ্বরের’ 22 ফুটের মূর্তি

সচিন জানিয়েছেন, প্রথমবার মাত্র 10 বছর বয়সে এই ময়দানে অন্যদের সঙ্গে খেলা দেখতে এসেছিলেন তিনিও ৷ সেই ছবি এখনও তাঁর কাছে অমূল্য ৷ ক্য়াপশানে প্রাক্তন ভারত অধিনায়ক লেখেন, "এই ছবিটা আমার হৃদয়ে একটি বিশেষ স্থান করে নিয়েছে ৷ সেই দশ বছর বয়সি ছেলেটাকে মনে পড়ছে যে আরও 25 জন সমর্থকের ভিড়ে লুকিয়ে স্টেডিয়ামে ঢুকেছিল ৷ কারণ টিকিট ছিল মাত্র 24টি ৷ আর এখন সেই স্টেডিয়ামেই উন্মোচিত হল আমার মূর্তি ৷ জীবন সত্যিই একটা বৃত্ত পরিপূর্ণ করল ৷ আমাদের নর্থস্ট্যান্ড গ্যাংয়ের সেই দুরন্ত বন্ধুত্ব, আনন্দের স্লোগান বছরের পর বছর ধরে স্মৃতি হয়ে রয়ে গিয়েছে ৷"

আরও পড়ুন:শুরুতেই ফিরলেন রোহিত, বড় রানের লক্ষ্যে এগোচ্ছেন গিল-কোহলি

তিনি আরও লেখেন, "আমি প্রথম ওয়াংখেড়েতে পা দিয়েছিলাম একজন সমর্থক হিসেবে ৷ তারপর 1987 সালের বিশ্বকাপে বল বয় হয়েছিলাম ৷ আবার 2011 সালে জিতেছিলাম বিশ্বকাপ ৷ এই মাঠেই খেলেছিলাম জীবনের শেষ আন্তর্জাতিক ম্যাচ ৷ আমার এই যাত্রার কথা ভাষায় বর্ণনা করা সম্ভব নয় ৷" একইসঙ্গে তাঁর এই মূর্তি তিনি সকল কাছের মানুষের উদ্দেশে উৎসর্গ করেছেন 'গড অফ ক্রিকেট' ৷ তিনি লেখেন, "এই মূর্তি শুধু আমার নয়, প্রত্যেক নন-স্ট্রাইকার, আমার ক্রিকেটের সমস্ত নায়ক, প্রত্যেক সতীর্থ, প্রত্যেক সহকর্মীর ৷ যাঁরা সবসময় আমার পাশে থেকেছেন ৷ আর তাঁদের সকলের উদ্দেশে এই মূর্তি উৎসর্গ করলাম ৷... ওয়াংখেড়ে ও ক্রিকেট আমায় দু'হাত ভরে দিয়েছে ৷"

Last Updated : Nov 2, 2023, 3:59 PM IST

ABOUT THE AUTHOR

...view details