পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / sports

হেরেও রোহিতস্তুতি দ্রাবিড়ের গলায়, দলে তাঁর ভবিষ্যত নিয়ে জারি রাখলেন ধোঁয়াশা - রোহিতস্তুতি দ্রাবিড়ের গলায়

ফাইনাল হারের পর দলের অভিভাবক হিসেবে সাংবাদিক সম্মেলনে রাহুল দ্রাবিড় মুখোমুখি হলেন প্রশ্নবাণের ৷ সেখানেও কোনও সমালোচনা নয়, বরং অধিনায়ক রোহিতকে দরাজ সার্টিফিকেট দিয়ে গেলেন 'গুরু' দ্রাবিড় ৷

Etv Bharat
Etv Bharat

By ETV Bharat Bangla Team

Published : Nov 19, 2023, 11:04 PM IST

আমেদাবাদ, 19 নভেম্বর: ক্রিকেটার হিসেবে ছোঁয়ার সৌভাগ্য হয়নি ৷ তবে জাতীয় দলের কোচ হিসেবে 'অধরা মাধুরী' বিশ্বকাপ স্পর্শ করার খুব কাছে পৌঁছে গিয়েছিলেন রাহুল শরদ দ্রাবিড় ৷ তবে ট্রফি হাতছাড়া হওয়ার শোকে ডুবে না-গিয়ে ম্যাচ শেষে সাংবাদিক সম্মেলনে এলেন ভারতের কোচ ৷ দলের অধিনায়ক রোহিত শর্মা আসেননি ৷ হয়তো অধিনায়কের বিমর্ষ শরীরী ভাষা দেখে রাহুলই তাঁকে নিষেধ করে দলের অভিভাবক হিসেবে সাংবাদিক সম্মেলনে মুখোমুখি হলেন প্রশ্নবাণের ৷ সেখানেও কোনও সমালোচনা নয়, বরং অধিনায়ক রোহিতকে দরাজ সার্টিফিকেট দিয়ে গেলেন 'গুরু' দ্রাবিড় ৷

অধিনায়ক কে নিয়ে বলতে গিয়ে দলের কোচ এদিন বলেন, "রোহিত একজন ব্যতিক্রমী অধিনায়ক ৷ সর্বদা ও পরিকল্পনার প্রতি দায়বদ্ধ থাকে ৷ ব্যক্তিগত সময় এবং এনার্জিও ও দলের জন্য খরচ করেছে ৷ বিশ্বকাপে সবসময়ই ও দলের জন্য টোন সেট করে দিয়েছে ৷" কিন্তু এত সবকিছুর পরেও ভুলটা কোথায় হল ? ফাইনালে রবিবার ভারত কি কোথাও কুঁকড়ে ছিল ?

রাহুল কিন্তু সেই তত্ত্ব মানতে নারাজ ৷ তিনি বলেন, "দল ভয়ডরহীন ক্রিকেট খেলেছে ৷ পাওয়ার প্লেতে আমাদের 80 রান ছিল ৷ কখনও কখনও উইকেট খোয়ানোর পর ইনিংস নতুন করে সাজাতে হয় ৷ আজ সেটাই হয়নি ৷ তবে আমরা কখনোই রক্ষণাত্মক হইনি ৷" পাশাপাশি দলে তাঁর ভবিষ্যৎ নিয়েও ধোঁয়াশা জারি রেখেছেন 'দ্য ওয়াল' ৷ পরবর্তী টি-20 বিশ্বকাপ নিয়ে আমার কাছে কোনও ধারণা নেই ৷ দলে আমার ভবিষ্যৎ নিয়ে আমি ওয়াকিবহাল নই ৷

আরও পড়ুন:

  1. 'আরও 20-30 রান দরকার ছিল', বিশ্বকাপ হাতছাড়া করে মেনে নিলেন রোহিত

ABOUT THE AUTHOR

...view details