পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / sports

ICC World Cup 2023: প্রোটিয়াদের বিরুদ্ধেও 50 ওভার ব্যাটিং করতে ব্যর্থ বাবররা - বাবর আজমের দল

দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ম্যাচেও নির্ধারিত 50 ওভার ব্যাটিং করতে ব্যর্থ পাকিস্তান ৷ 270 রানেই গুটিয়ে গেল বাবর আজমের দল ৷

ICC World Cup 2023
270 রানে গুটিয়ে যায় পাক ইনিংস

By ETV Bharat Bangla Team

Published : Oct 27, 2023, 6:18 PM IST

চেন্নাই, 27 অক্টোবর:ভারত, অস্ট্রেলিয়া ও আফগানিস্তানের বিরুদ্ধে হারের পর সেমিফাইনালের লড়াইয়ে টিকে থাকতে জয়ে ফেরা ভীষণ জরুরি পাকিস্তানের ৷ কিন্তু শুক্রবার দক্ষিণ আফ্রিকাদের বিরুদ্ধে সেরা দিতে ব্যর্থ বাবরবাহিনী ৷ স্কোরবোর্ড 270 রান তুললেও প্রোটিয়া বোলিংয়ের বিরুদ্ধেও 50 ওভার ব্যাটিং করতে পারলেন না পাক ব্যাটাররা ৷

ফের ব্যর্থ ওপেনিং জুটি ৷ আবদুল্লাহ শফিক এবং ইমাম-উল হক কেউই নজর কাড়তে পারেননি ৷ মিডল-অর্ডারে ভরসার নাম সেই বাবর ৷ মহম্মদ রিজওয়ান শুরুটা ভালোই করেও বড় ইনিংস খেলে দলকে শক্তিশালী জায়গায় পৌঁছে দিতে ব্যর্থ ৷ অধিনায়ক বাবর লড়াইয়ের কোনও ত্রুটি রাখেননি ৷ আরও একটি অর্ধশতরান তাঁর ব্যাট থেকে এলেও দল তিনশো রানের গণ্ডি ছুঁতে পারল না ৷ 65 বলে চারটি চার ও একটি ছক্কা-সহ 50 রানেই শেষ হয়ে যায় বাবরের লড়াই ৷

মিডল-অর্ডার ব্যর্থ হলেও চোয়ালচাপা লড়াই চলাল পাকিস্তানের লোয়ার মিডল-অর্ডার ৷ 141 রানের দলের অর্ধেক ব্যাটারদের হারানোর পরেও অনবদ্য লড়াই করেন সাউদ শাকিল এবং শাদাব খান ৷ 52 বলে 52 রানের গুরুত্বপূর্ণ ইনিংস খেলেন শাকিল ৷ অন্যপ্রান্তে শাদাব করেন 43 রান ৷ তাঁদের পার্টনারশিপে ভর করেই এদিন দক্ষিণ আফ্রিকার সামনে 271 রানের টার্গেট রাখে 'মেন ইন গ্রিন'৷

ইতিমধ্যেই বাবর আজমের অধিনায়কত্ব নিয়েও প্রশ্ন চিহ্ন দেখা দিয়েছে ৷ তাই এই ম্যাচে দক্ষিণ আফ্রিকাকে মাত দিতে পারলে হয়তো বা তার কিছুটা জবাব দেওয়া সম্ভব ৷ কিন্তু এদিনও প্রথম ব্যাটিং করে প্রোটিয়াদের সামনে খুব একটা বড় লক্ষ্যমাত্রা রাখতে পারলেন না পাক ব্যাটাররা ৷

আরও পড়ুন:চিপকের টস জিতে ব্যাটিং পাকিস্তানের, দক্ষিণ আফ্রিকার দলে ফিরলেন তেম্বা বাভুমা

প্রোটিয়াদের হয়ে এদিন সর্বোচ্চ চার উইকেট দখল করেন শামসি ৷ এই চায়নাম্যানের জাদু কোমর ভেঙে দেয় পাক মিডল-অর্ডারের ৷ বাবর-শাকিল দু'জনেই শামসির শিকার হন ৷ মার্কো জেনসনের দখলে তিন উইকেট ৷ এই দুই বোলারের জোড়া আক্রমণের সামনে রীতিমতো নাস্তানাবুদ পাকিস্তান ৷ 46.4 ওভারে 270 রানে গুটিয়ে যায় পাক ইনিংস ৷ এর আগে ভারত ও অস্ট্রেলিয়ার বিরুদ্ধেও পুরো 50 ওভার ব্যাটিং করতে পারেননি পাক ব্যাটাররা ৷ এদিনও সেই ছবিতে কোনও বদল দেখা গেল না ৷

ABOUT THE AUTHOR

...view details