কলকাতা, 8 নভেম্বর: পাকিস্তানের মেনুতে মুর্গ মালাই, মাহি অমৃতসরি । কলকাতায় বিশ্বকাপ খেলতে এসে ক্রিকেটীয় অনুশীলনের পাশাপাশি এই শহরের সঙ্গে সংস্কৃতির সঙ্গে পরিচিত হতে আগ্রহী । গলফ খেলছেন, বিভিন্ন শপিংমলে বাজার করছেন এবং কলকাতার ফুড কালচারের সঙ্গে সখ্যতা গড়ে তুলতে চাইছেন । বিশেষ করে এই শহরের বিরিয়ানি সংস্কৃতির সঙ্গে পরিচিত হতে চাইছেন ।
তাই বিশ্বকাপে পাকিস্তান কলকাতায় আসার পর, তাদের দলের খাদ্যাভ্যাস বারবার খবরের শিরোনামে এসেছে । শনিবার ইংল্যান্ডের বিরুদ্ধে ইডেন গার্ডেন্সে নামার আগে অনুশীলনে বুধবার নামল পাকিস্তান । বিশ্বকাপ সেমিফাইনাল খেলার সুযোগ রয়েছে তাদের সামনে । হয়তো তা অনেক অঙ্কের উপর নির্ভর করবে কিন্তু পাক দল তা হারাতে রাজি নয় । তাই বুধবার অনুশীলনে বাড়তি মনোযোগী । তবে ইডেনে অনুশীলনের শেষে পাকিস্তানের জন্য ছিল খাবারের ব্যবস্থায় কোনও ত্রুটি ছিল না । কী ছিল সেই মেনুতে ? মুর্গ মালাই সঙ্গে মাহি অমৃতসরি । এছাড়াও ছিল পনিরের একটি কন্টিনেন্টাল ডিশ ৷