চেন্নাই, 12 অক্টোবর:বাংলাদেশের বিরুদ্ধে বিশ্বকাপের তৃতীয় ম্যাচে মাঠে ফিরছেন কিউয়ি অধিনায়ক কেন উইলিয়ামসন ৷ এই লড়াকু ব্যাটার প্রথম দু'ম্যাচে দলের সঙ্গে মাঠে নামতে পারেননি ৷ তবে আইসিসি বিশ্বকাপে নিউজিল্যান্ডের তৃতীয় ম্যাচে দলকে সামনে থেকে নেতৃত্ব দিতে পারেন তিনি ৷ এমনটাই জানিয়েছিলেন কিউয়ি কোচ গ্রে স্টেড ৷ আর এবার এই ম্যাচ নিয়ে মুখ খুললেন উইলিয়ামসন নিজেই ৷
গতবারের বিশ্বকাপ জয়ী ইংল্যান্ডের বিরুদ্ধে এবার প্রথম ম্যাচেই 9 উইকেটে জয় তুলে নিয়েছিল নিউজিল্যান্ড ৷ ডাচদের বিরুদ্ধে দ্বিতীয় ম্যাচেও 99 রানের বিশাল জয় পেয়েছে কিউয়ি বাহিনী ৷ নিউজিল্যান্ডের 'অশ্বমেধের দৌড়'র টাইগারদের বিরুদ্ধেও জারি থাকে কি না, সেটাই দেখার ৷ কিন্তু দলে কেনের প্রত্যাবর্তন যে তাঁদের শক্তিকে আরও কিছুটা বাড়িয়ে দেবে তা বলাই বাহুল্য ৷ বিনি সুতোর মালার মতোই দলকে এক সূত্রে বেঁধে রাখেন উইলিয়ামসন ৷ ব্রিটিশদের মাটিতে বিশ্বকাপ জয়ের লক্ষ্যে তাঁদের প্রাণপন লড়াইয়ের দিনই তার প্রমাণ মিলেছিল ৷
এতদিন তাঁর অনুপস্থিতিতে দলের নেতৃত্ব দিচ্ছিলেন টম ল্যাথাম ৷ শুধু উইলিয়ামসন নয়, স্পিডস্টার টিম সাউদিও দলের বাইরে ছিলেন চোটের কারণে ৷ এর আগেই কিউয়ি কোচ গ্রে স্টেড জানিয়েছিলেন, লিগামেন্টে চোটের জেরে বিশ্বকাপের আগেই অপারেশন করাতে হয়েছিল কেন উইলিয়ামসনকে ৷ তিনি এখন পুরোপুরি সুস্থ ৷ চোটের জন্য় যে পরিমাণ বিশ্রামের প্রয়োজন ছিল তাও দেওয়া হয়েছে ৷ তাই চিপকে তিনি মাঠে ফিরতে প্রস্তুত ৷