পশ্চিমবঙ্গ

west bengal

Adam Zampa at Taj Mahal: ডাচদের বিরুদ্ধে মাঠে নামার আগে রোম্যান্টিক মেজাজে তাজমহলে জাম্পা

By ETV Bharat Bangla Team

Published : Oct 23, 2023, 5:51 PM IST

চলতি বিশ্বকাপে অস্ট্রেলিয়ার পরের ম্যাচ নয়াদিল্লির অরুণ জেটলি স্টেডিয়ামে ৷ ম্যাচে আগের দিন আগ্রায় গিয়ে তাজমহল দর্শন সেরে ফেললেন লেগস্পিনার অ্যাডাম জাম্পা ৷ সঙ্গে ছিল তাঁর পরিবার ৷

Adam Zampa At Taj Mahal
রোম্যান্টিক মেজাজে তাজমহলে জাম্পা

আগ্রা, 23 অক্টোবর:ভারতের মাটিতে স্পিনাররা চিরকালই ম্যাচে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন ৷ অস্ট্রেলিয়ার ক্ষেত্রে বিশ্বকাপে স্পিন বিভাগে বড় ভরসা অ্যাডাম জাম্পা ৷ 4 ম্যাচে ইতিমধ্যেই 9টি উইকেট শিকার করেছেন এই লেগস্পিনার ৷ তবে এবার ক্রিকেট থেকে ছোট্ট একটা বিরতি নিয়ে ছুটির মেজাজে ক্যামেরাবন্দি হলেন জাম্পা ৷ পরিবারের সঙ্গে তিনি হাজির হলেন তাজমহল দর্শনে ৷ স্ত্রী-সন্তানের সঙ্গে এই সুন্দর স্থাপত্যের সামনে ছবিও তুললেন তিনি ৷

পৃথিবীর সপ্তম আশ্চর্যের অন্যতম এই সৌধ ৷ সারা পৃথিবী থেকে মানুষ এসে শাহজাহানের এই কীর্তি দেখে যান ৷ এই ধবল স্মৃতি সৌধের সামনে বসে সময় কাটান প্রিয়জনের সঙ্গে ৷ তালিকায় রয়েছেন সুইডেনের ক্রাউন প্রিন্সেস ভিক্টোরিয়া থেকে রাশিয়ান প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনও ৷

এর আগেও তাজমহলে দেখা মিলেছে অজি ক্রিকেটারদের ৷ 2001 সালে অসামান্য সৌধ দর্শনে হাজির হয়েছিলেন অজি ক্রিকেটাররা ৷ সেই দলে ছিলেন ম্যাথু হেডেন, গ্লেন ম্যাকগ্রাথ, জাস্টিন লাঙ্গারের মতো খেলোয়াড়রা ৷ ছিলেন তৎকালীন অস্ট্রেলিয়া দলের কোচ জন বুকাননও ৷ এবার তাজমহলে রোম্যান্টিক মেজাজে দেখা গেল স্পিনার অ্যাডাম জাম্পাকেও ৷ অস্ট্রেলিয়ার পরের ম্যাচ রয়েছে নয়াদিল্লির অরুণ জেটলি স্টেডিয়ামে ৷ খাতায় কলমে দেখতে গেলে এবারে তাঁদের প্রতিপক্ষ কিছুটা দুর্বল ৷ তবে অস্ট্রেলিয়ার আগামী প্রতিপক্ষ নেদারল্যান্ডস যে যখন তখন চমক দিতে পারে তা বলাই বাহুল্য ৷ ইতিমধ্যেই দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে রীতিমতো শোরগোল ফেলে দিয়েছে স্কট এডওয়ার্ডসের দল ৷

আরও পড়ুন:চিপকে আফগানিস্তানের মুখোমুখি সমস্যায় জেরবার পাকিস্তান

চলতি বিশ্বকাপের শুরুটা মোটেই ভালো হয়নি জাম্পাদের ৷ প্রথম ম্য়াচে ভারতের বিরুদ্ধে হারের পর দ্বিতীয় ম্যাচে পরাজিত হয় প্রোটিয়াদের কাছেও ৷ তবে শেষ দুই ম্যাচে জয়ে ফিরেছে তারা ৷ বিশেষত শ্রীলঙ্কাকে যেভাবে হারিয়েছে ক্যাঙারুব্রিগেড তাতে তাঁদের আত্মবিশ্বাস এখন তুঙ্গে ৷

ABOUT THE AUTHOR

...view details