বেঙ্গালুরু, 20 অক্টোবর:বেঙ্গালুরুতে ফর্মে ফিরবে অজি ব্যাটিং ৷ আশাবাদী ছিলেন অধিনায়ক প্যাট কামিন্স ৷ ফলে গেল তাঁর কথাই ৷ চিন্নাস্বামী স্টেডিয়ামে চেনা ছন্দে দেখা গেল ডেভিড ওয়ার্নার এবং মিচেল মার্শকে ৷ তাঁদের জোড়া শতরানের জেরে আপাতত পাকিস্তানি বোলিংয়ের বিরুদ্ধে রানের পাহাড়ে চড়ার স্বপ্ন বুনছে অস্ট্রেলিয়া ৷
চিন্নাস্বামীতে এদিন টসে জিতে প্রথম বোলিংয়ের সিদ্ধান্ত নেন পাক অধিনায়ক বাবর আজম ৷ কিন্তু ব্যাটিং সহায়ক পিচে সেই সিদ্ধান্ত খুব একটা সঠিক প্রমাণিত হল না ৷ মার্শকে সঙ্গে নিয়ে পাক আক্রমণকে শুক্রবার রীতিমতো শাসন করলেন ওয়ার্নার ৷ পাকিস্তানের বিরুদ্ধে লাগাতার চতুর্থ শতরান এল ডেভির ব্যাট থেকে ৷ এর আগে পাকিস্তানের বিরুদ্ধে শেষ তিনটি ইনিংসে 130, 179 এবং 107 রান করে করেছিলেন এই অজি ওপেনার ৷ এদিন সেই ছন্দ বজায় রাখলেন তিনি ৷ বিশ্বকাপের শুরুটা তেমন ভালো হয়নি ওয়ার্নারের জন্য় ৷ প্রথম ম্যাচে ব্যাটে 41 রান আসলেও পরের দু’টি ম্যাচ একেবারেই ওয়ার্নারসুলভ হয়নি ৷
আর ছন্দে ফিরেই মার্শকে সঙ্গে নিয়ে তিনি ভেঙে দিলেন অস্ট্রেলিয়ার এক যুগ পুরনো রেকর্ড ৷ এর আগে পর্যন্ত বিশ্বকাপে অস্ট্রেলিয়ার সবচেয়ে বড় ওপেনিং পার্টনারশিপটি এসেছিল 2011 সালে ৷ কানাডার বিরুদ্ধে 183 রানের পার্টনারশিপ গড়েছিলেন শেন ওয়াটসন এবং ব্র্যাড হ্যাডিন ৷ এবার সেই রেকর্ডই ধুলিসাৎ করে 259 রানের বিশাল পার্টনারশিপ গড়লেন মার্শ-ওয়ার্নার ৷
বিশ্বকাপে সবচেয়ে বড় পার্টনারশিপের তালিকায় অবশ্য ষষ্ঠ স্থানে রয়েছে এই পার্টনারশিপ ৷ এক্ষেত্রে প্রথম স্থানে রয়েছে ক্রিস গেইল এবং মার্লন স্যামুয়েলসের 372 রানের পার্টনারশিপ ৷ 2015 সালের এই ম্যাচে তাঁদের প্রতিপক্ষ ছিল জিম্বাবোয়ে ৷ দ্বিতীয় স্থানে রয়েছেন রাহুল দ্রাবিড় এবং সৌরভ গঙ্গোপাধ্য়ায় ৷ 1999 সালে শ্রীলঙ্কার বিরুদ্ধে 318 রানের পার্টনারশিপ গড়েন তাঁরা ৷ তৃতীয় স্থানে রয়েছেন উপল থরঙ্গা এবং টিএম দিলশান ৷ 2011 সালে 282 রানের পার্টনারশিপটি তাঁরা তৈরি করেন জিম্বাবোয়ের বিরুদ্ধে ৷ চলতি বিশ্বকাপেই ইংল্যান্ডের বিরুদ্ধে বিশ্বকাপের চতুর্থ সর্বোচ্চ পার্টনারশিপটি গড়েছেন ডেভন কনওয়ে ও রাচিন রবীন্দ্র ৷ তাঁদের সংগ্রহে ছিল 273 রান ৷ বিশ্বকাপে পঞ্চম সর্বোচ্চ পার্টনারশিপটির সঙ্গেও যুক্ত রয়েছেন ওয়ার্নার ৷ 2015 সালে আফগানিস্তানের বিরুদ্ধে স্টিভ স্মিথকে সঙ্গে নিয়ে 260 রানের পার্টনারশিপ গড়েছিলেন তিনি ৷
আরও পড়ুন:ওয়াংখেড়েতে সচিনের প্রমাণ আকৃতির মূর্তি, নভেম্বরেই উদ্বোধন
মার্শ এদিন করেন 108 বলে 121 রান ৷ 10টি বাউন্ডারি এবং 9টি ওভার বাউন্ডারি দিয়ে তাঁর এই মারকুটে ইনিংসটি সাজান তিনি ৷ এর আগে শ্রীলঙ্কার বিরুদ্ধেও ভালো ব্যাটিং করেছিলেন মার্শ ৷ রান তাড়া করতে নেমে 52 বলে 51 রানের দারুণ ইনিংস খেলেছিলেন এই ডানহাতি ব্যাটার ৷ পাশাপাশি বিধ্বংসী ফর্মে ছিলেন ওয়ার্নারও ৷ এদিন মাত্র 124 বলে 163 রান করেন তিনি ৷ 14টি চার এবং 9টি ছয় এল তাঁর ব্যাট থেকে ৷ এখনও পর্যন্ত চলতি বিশ্বকাপে এটাই হল সর্বোচ্চ রানের ইনিংস ৷