পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / sports

ICC World Cup 2023:  'বিরাট' আবেগে ভাসলেন অনুষ্কা, বিরুষ্কার 'ফ্লাইং কিস' ভাইরাল - ভাইরাল বিরুষ্কার ভিডিয়ো

Virat-Anushka Flying Kiss: কিউই বধে মরিয়া ভারত ৷ প্রথমে ব্যাট করতে নেমে ভারতের টপ অর্ডারের ব্যাটাররা একেবারে বিধ্বংসী ৷ এরইমাঝে ভাইরাল ভারত-নিউজিল্যান্ড সেমিম্যাচের বিরুষ্কার ভিডিয়ো ৷ কী এমন করলেন চেজমাস্টার? যাতে তাঁদের ভিডিয়ো সোশাল মিডিয়ায় ছড়িয়ে পড়ল ৷

ভাইরাল বিরুষ্কার ভিডিয়ো
ICC World Cup 2023

By ETV Bharat Bangla Team

Published : Nov 15, 2023, 6:23 PM IST

Updated : Nov 15, 2023, 6:30 PM IST

মুম্বই, 15 নভেম্বর:বিশ্বকাপ সেমি ম্যাচে ভাইরাল বিরুষ্কার ভিডিয়ো ৷ এমন কাজ একবার না, দু'বার করলেন কিং কোহলি ৷ আর পালটা অনুষ্কাকেও দেখা গেল ওই একই কাজ করতে ৷ এমনিতেই চেজমাস্টার এদিন মুম্বইয়ে নয়া রেকর্ড গড়লেন ৷ তার মাঝে সেমিম্যাচের বিরুষ্কার ভিডিয়ো ভাইরাল ৷ কী দেখা গেল ভিডিয়োয়... ৷

রোহিত আউট হলে শুভমন গিল ও বিরাট ব্যাট করার সময়ই ড্রিংক ব্রেকে অনুষ্কাকে ছুড়লেন ফ্লাইং কিস ৷ পালটা অনুষ্কাও উড়ন্ত চুমু দেন ভারতের প্রাক্তন অধিনায়ককে। আজ আইসিসি বিশ্বকাপ 2023-এর প্রথম সেমিফাইনালে বিরাট কোহলির তৃতীয় শতরানের পরই উচ্ছ্বসিত হন অনুষ্কা শর্মাও। একবার নয়, ফের যখন শতরানের পর বিরাট আউট হয়ে প্যাভিলিয়নে ফিরছেন তখনও অনুষ্কাকে ছুড়লেন ফ্লাইং কিস ৷ অবশ্য তার ওয়াংখেড়ে স্টেডিয়ামে আগে চেজমাস্টার 'ক্রিকেট ঈশ্বর'কে মাথানত করে সম্মান জানিয়েছেন ৷ এদিন বিরাটের শতরানের পর গ্যালারিতে উঠে দাঁড়িয়ে হাততালি দেন 'মাস্টার ব্লাস্টার'ও। যে সচিনের রেকর্ড ভেঙেই ইতিহাস গড়লেন বিরাট।

তবে শুধু সচিন নন, বিরাটের 50তম সেঞ্চুরির পর ওয়াংখেড়ে স্টেডিয়ামে থাকা প্রত্যেকে উঠে দাঁড়িয়ে হাততালি দেন। যে তালিকায় ছিলেন ইংল্যান্ডের প্রাক্তন তারকা ডেভিড বেকহ্যাম, বলিউড তারকা ভিকি কৌশল, সিদ্ধার্থ মালহোত্রারাও। আর এইসব কিছুর মাঝে ভাইরাল বিরুষ্কার ফ্লাইং কিস ভিডিয়ো ৷ পরে বিরাট আউট হয়ে ফেরার পর ড্রেসিংরুমে তাঁকে সাড়ম্বরে স্বাগত জানানো হয়। একেবারে বেস্টফ্রেন্ডের মতো বিরাটের পিঠ চাপড়ে দেন ভারতীয় অধিনায়ক রোহিত শর্মা। বাকিরাও তাঁকে শুভেচ্ছা জানাতে থাকেন। যিনি শেষপর্যন্ত 113 বলে 117 রান করেন। তাঁর ইনিংস সাজানো ছিল ন'টি চার এবং দুটি ছক্কায়।

আরও পড়ুন:

  1. শতরানের হাফসেঞ্চুরিতে 'ক্রিকেট ঈশ্বর'কে পিছনে ফেললেন 'চেজমাস্টার'
  2. কোহলির পর সেঞ্চুরি শ্রেয়সের, 'বদলার সেমি'তে রানের পাহাড়ে ভারত
  3. 'ইউনিভার্স বস'কে টপকে বিশ্বকাপে ছক্কার শিখরে 'হিটম্যান'
Last Updated : Nov 15, 2023, 6:30 PM IST

ABOUT THE AUTHOR

...view details