হায়দরাবাদ, 7 নভেম্বর: সোমবার শ্রীলঙ্কার বিরুদ্ধে 3 উইকেটে জয়লাভ করেছে বাংলাদেশ। এই ম্যাচে অ্য়াঞ্জেলো ম্যাথিউজকে টাইমড-আউটের শিকার হয়ে প্যাভিলিয়নে ফিরে যেতে হয়েছে। ম্যাচের শেষে এই ঘটনার জন্য কার্যত রাগে ফেটে পড়েছেন শ্রীলঙ্কার এই প্রাক্তন ক্রিকেট অধিনায়ক। যা নিয়ে ক্রিকেট বিশ্বে তুমুল সমালোচনা হচ্ছে। ম্যাচ পরবর্তী সংবাদ সম্মেলনে ক্ষোভ প্রকাশ করে জানিয়েছেন, 'শাকিব ও বাংলাদেশ যা করেছে, তা অসম্মানজনক' ৷ তিনি জানালেন যে, তাঁর কাছে প্রমাণ রয়েছে। ছবি দেখিয়ে প্রমাণ দিলেন যে, তিনি আউট ছিলেন না।
সোমবার শ্রীলঙ্কার বিরুদ্ধে খেলতে নেমেছিল বাংলাদেশ ক্রিকেট দল। এই ম্যাচের হয়তো বিশ্বকাপ সেমিফাইনালের নিরিখে কোনও গুরুত্বই ছিল না। কিন্তু, এই ম্যাচের ঘটনায় এখন চর্চায় ৷ আন্তর্জাতিক ক্রিকেটে 146 বছরের ইতিহাসে এই প্রথমবার কোনও ব্যাটার টাইমড-আউটের শিকার হলেন। আর সেই ব্যাটারের নাম অ্যাঞ্জেলো ম্যাথিউজ ৷ সোমবার কোটলায় যা ঘটল তা ক্রিকেটিয় নৈতিকতার জন্ম দিয়েছে। তবে এঘটনায় কুছ পরোয়া নেহি শাকিব আল হাসান। তাঁর সিদ্ধান্তেই অটল বাংলাদেশ অধিনায়ক ৷
ঘটনা শ্রীলঙ্কার ইনিংসের 25তম ওভারে। শাকিবের বলে সাদিরা সামারাবিক্রমা আউট হওয়ার পর ক্রিজে আসতে কিছুটা সময় নেন ম্যাথিউজ। আইসিসির নিয়ম অনুয়ায়ী, একজন ব্যাটার আউট হওয়ার পর দু'মিনিটের মধ্যে অপর ব্যাটারকে ক্রিজে এসে বল মোকাবিলা করার জন্য প্রস্তুত থাকতে হবে। কিন্তু মাঠে ঢুকলেও হেলমেট নিয়ে কিছুটা অসুবিধায় পড়েছিলেন ম্যাথিউজ। তাঁর হেলমেটের ফিতে ছিঁড়ে গিয়েছিল বলে সেটা আবার পরিবর্তন করতে যান তিনি।