চেন্নাই, 23 অক্টোবর: ফের অসম্ভবকে সম্ভব করল আফগানিস্তান ৷ কয়েকদিন আগেই বিশ্বচ্যাম্পিয়ন ইংল্যান্ডকে ধরাশায়ী করে সকলের দৃষ্টি আকর্ষণ করেছিলেন রাশিদ খান-মুজিব-উর-রহমানরা ৷ সোমবার পাকিস্তানের বিরুদ্ধেও বড় জয় তুলে নিল আফগানবাহিনী ৷ 283 রানের টার্গেট তাড়া করতে নেমে শুরু থেকেই মেজাজি ব্যাটিংয়ে মাত্র 2 উইকেট হারিয়ে লক্ষ্যে পৌঁছে যায় আফগানিস্তান ৷ রহমত-উল্লাহ গুরবাজ এবং ইব্রাহিম জাদরানের 130 রানের ওপেনিং পার্টনারশিপ আফগানদের জয়ের রাস্তা তৈরি করে দিয়েছিল ৷ সেই রাস্তায় হেঁটে হাসতে হাসতে ম্যাচ দলকে জিতিয়ে মাঠ ছাড়েন রহমত শাহ ৷
প্রথম 21 ওভারেই আফগান ওপেনিং জুটির বিধ্বংসী ব্যাটিং শাহিদ আফ্রিদি-হ্যারিস রাউফদের ব্যাকফুটে ঠেলে দেয় ৷ বিশ্বকাপে এটাই ছিল আফগানিস্তানের সর্বোচ্চ ওপেনিং পার্টনারশিপ ৷ মাত্র 53 বলে 9টি বাউন্ডারি এবং 1টি ওভার বাউন্ডারি সহযোগে 65 রানের মারকুটে ইনিংস খেলেন গুরবাজ ৷ পার্টনারশিপে অ্যাঙ্কারের দায়িত্ব পালন করেন ইব্রাহিম ৷ 113 বলে 10টি চার দিয়ে সাজানো ঝকঝকে 87 রানের ইনিংস উপহার দেন তিনি ৷ এর আগেই পাকিস্তানের বিরুদ্ধে 227 রানের বিশাল পার্টনারশিপ করার রেকর্ড ছিল এই দুই খেলোয়াড়ের নামে ৷ এদিনও এই দুই ব্যাটারের ব্যাট থেকে এল একের পর এক দর্শনীয় স্ট্রোক ৷