নয়াদিল্লি, 22 নভেম্বর:ভারতে সদ্য মিটেছে ওয়ান-ডে বিশ্বকাপ ৷ বিশ্ব 'সেরা' কাপ নিজেদের ঘরে নিয়ে গেছে অস্ট্রেলিয়া ৷ এরপরই গতকাল বোর্ড মিটিংয়ে নতুন সিদ্ধান্ত নিয়েছে ক্রিকেটের সর্বোচ্চ নিয়ামক সংস্থা। বিশ্বকাপ শেষ হওয়ার পরই সাদা বলের ক্রিকেটের জনপ্রিয়তা বাড়াতে নয়া নিয়ম আনতে চলেছে আইসিসি। সীমিত ওভারের ক্রিকেটে গতি আনতে পরীক্ষামূলকভাবে 'স্টপ ক্লক' নিয়ম আনছে ক্রিকেটের সর্বোচ্চ নিয়ামক সংস্থা।আপাতত পুরুষদের সাদা বলের আন্তর্জাতিক ক্রিকেটে পরীক্ষামূলকভাবে চালু হচ্ছে এই 'স্টপ ক্লক' রুল ৷ ডিসেম্বর থেকেই গুরুত্ব বেড়ে যাবে স্টপ ক্লক বা স্টপওয়াচের।
আইসিসি, মঙ্গলবার এক বিবৃতি দিয়ে জানিয়েছে, পুরুষদের ওডিআই ও টি-20'তে চালু হচ্ছে স্টপ ক্লক। চলতি বছরের ডিসেম্বর থেকে আগামী বছরের এপ্রিল পর্যন্ত পরীক্ষমূলকভাবে এই নিয়ম চালু থাকবে। এই ঘড়ি এক ওভার থেকে অন্য় ওভারের মধ্য়বর্তী সময় মাপবে। বোলিং দল এক ওভার শেষ করে, অন্য় ওভার শুরু করার জন্য় 60 সেকেন্ড সময় পাবে। যদি কোনও দল 60 সেকেন্ডের বেশি সময় নেয় এবং তা ওই ইনিংসে এক-দু'বার নয় তিনবার করে, তাহলে সেই দলের পাঁচ রান কেটে নেওয়া হবে।