পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / sports

বিশ্বকাপের পর আইসিসির নয়া নিয়ম, খেলার গতি ধরে রাখতে আসছে 'স্টপ ক্লক' - ক্রিকেটের সর্বোচ্চ নিয়ামক সংস্থা

Big Rule Change in Cricket: সীমিত ওভারের ক্রিকেটে গতি আনতে পরীক্ষামূলকভাবে 'স্টপ ক্লক' নিয়ম আনছে ক্রিকেটের সর্বোচ্চ নিয়ামক সংস্থা। ভারতে ওয়ানডে বিশ্বকাপ শেষ হওয়ার পরই সাদা বলের ক্রিকেটের জনপ্রিয়তা বাড়াতে এই নয়া নিয়ম আনতে চলেছে আইসিসি।

খেলার গতি ধরে রাখতে আসছে 'স্টপ ক্লক'
Big Rule Change In Cricket

By ETV Bharat Bangla Team

Published : Nov 22, 2023, 7:22 AM IST

নয়াদিল্লি, 22 নভেম্বর:ভারতে সদ্য মিটেছে ওয়ান-ডে বিশ্বকাপ ৷ বিশ্ব 'সেরা' কাপ নিজেদের ঘরে নিয়ে গেছে অস্ট্রেলিয়া ৷ এরপরই গতকাল বোর্ড মিটিংয়ে নতুন সিদ্ধান্ত নিয়েছে ক্রিকেটের সর্বোচ্চ নিয়ামক সংস্থা। বিশ্বকাপ শেষ হওয়ার পরই সাদা বলের ক্রিকেটের জনপ্রিয়তা বাড়াতে নয়া নিয়ম আনতে চলেছে আইসিসি। সীমিত ওভারের ক্রিকেটে গতি আনতে পরীক্ষামূলকভাবে 'স্টপ ক্লক' নিয়ম আনছে ক্রিকেটের সর্বোচ্চ নিয়ামক সংস্থা।আপাতত পুরুষদের সাদা বলের আন্তর্জাতিক ক্রিকেটে পরীক্ষামূলকভাবে চালু হচ্ছে এই 'স্টপ ক্লক' রুল ৷ ডিসেম্বর থেকেই গুরুত্ব বেড়ে যাবে স্টপ ক্লক বা স্টপওয়াচের।

আইসিসি, মঙ্গলবার এক বিবৃতি দিয়ে জানিয়েছে, পুরুষদের ওডিআই ও টি-20'তে চালু হচ্ছে স্টপ ক্লক। চলতি বছরের ডিসেম্বর থেকে আগামী বছরের এপ্রিল পর্যন্ত পরীক্ষমূলকভাবে এই নিয়ম চালু থাকবে। এই ঘড়ি এক ওভার থেকে অন্য় ওভারের মধ্য়বর্তী সময় মাপবে। বোলিং দল এক ওভার শেষ করে, অন্য় ওভার শুরু করার জন্য় 60 সেকেন্ড সময় পাবে। যদি কোনও দল 60 সেকেন্ডের বেশি সময় নেয় এবং তা ওই ইনিংসে এক-দু'বার নয় তিনবার করে, তাহলে সেই দলের পাঁচ রান কেটে নেওয়া হবে।

ওই বিবৃতিতে আরও জানানো হয়েছে, দলের অধিনায়করা এক ওভারের পরের ওভারটি বল করতে সময় নেয়, যার কারণে একটি ইনিংস নির্ধারিত সময়ে শেষ হয় না। এই সময় যাতে অতিক্রম না-হয়, তা নিশ্চিত করতে আইসিসি একটি স্টপ ক্লক বসানোর ঘোষণা দিয়েছে। মানে এক মিনিটের মধ্যেই উইকেটকিপারকে প্রান্ত বদল করতে হবে,অধিনায়ককে ফিল্ডিং ঠিক করতে নিতে হবে এবং রান আপ নিয়ে বোলারকে পুরোপুরি তৈরি হতে হবে। স্লো ওভার রেটের ঘটনা কমাতেই ক্রিকেটের সর্বোচ্চ নিয়ামক সংস্থা স্টপ ক্লক নিয়ম চালু করছে। এদিকে, আইসিসি জানিয়ে দিয়েছে ট্রান্সজেন্ডাররা আর মহিলাদের আন্তর্জাতিক ক্রিকেটে অংশ নিতে পারবেন না। আইসিসির প্যানেলে থাকা মহিলা আম্পায়াররা, পুরুষ আম্পায়ারদের সম বেতন পাবেন বলেও সিদ্ধান্ত আইসিসির।

আরও পড়ুন:

  1. 'খেলোয়াড় হিসাবে বলছি...' প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ড্রেসিং রুমের 'পেপটক' নিয়ে সরব বিশ্বজয়ী কীর্তি
  2. বড় পদক্ষেপ ফেডারেশনের, ওয়েঙ্গারের উপস্থিতিতে ওড়িশায় ট্যালেন্ট অ্যাকাডেমির মউ স্বাক্ষর ফিফার সঙ্গে
  3. 'মুসকুরাইয়ে...', রোহিতদের মনোবল বাড়াতে ড্রেসিংরুমে 'মোদি কি বাত'

ABOUT THE AUTHOR

...view details