পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / sports

ICC World Cup 2023: সচিনই অনুপ্রেরণা, জানালেন বিশ্বকাপে আফগানদের প্রথম সেঞ্চুরিয়ন

Ibrahim Zadran Credits Sachin Tendulkar for His Ton in ICC Cricket World Cup: বিশ্বকাপে আফগানদের হয়ে প্রথম কোনও ব্যাটার সেঞ্চুরি করেছেন ৷ সেই ইব্রাহিম জাদরান এই সেঞ্চুরির কৃতিত্ব দিলেন কিংবদন্তি সচিন তেন্ডুলকরকে ৷

Image Courtesy: Afghanistan Cricket Board X
Image Courtesy: Afghanistan Cricket Board X

By ETV Bharat Bangla Team

Published : Nov 7, 2023, 8:52 PM IST

মুম্বই, 7 নভেম্বর:মঙ্গলবার অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ম্যাচে নামার আগে, সোমবার সচিন তেন্ডুলকরের সঙ্গে বিশেষ কিছু মুহূর্ত কাটিয়েছিলেন আফগান ক্রিকেটাররা ৷ ওয়াংখেড়েতে গতকাল সচিনের সঙ্গে দীর্ঘক্ষণ নিজের ব্যাটিং নিয়ে কথা বলেন ইব্রাহিম জাদরান ৷ তারপরই আজ মাঠে নেমে 129 রানের অপরাজিত ইনিংস ৷ যা বিশ্বকাপের মঞ্চে প্রথম সেঞ্চুরি কোনও আফগান ব্যাটারের ৷ আর এই সাফল্যের পুরো কৃতিত্বটাই আজ সচিন তেন্ডুলকরকে দিলেন জাদরান ৷

21 বছরের এই তরুণ ওপেনার টুর্নামেন্ট সম্প্রচারকারী চ্যানেলকে সাক্ষাৎকারে বলেন, ‘‘সচিন তেন্ডুলকরের সঙ্গে আমার ব্যাটিং নিয়ে অনেক কথা হয়েছে ৷ উনি ওনার অভিজ্ঞতা আমার সঙ্গে ভাগ করে নিয়েছিলেন ৷ আর ম্যাচের আগেও আমি বলেছিলাম, সচিনের মতো ব্যাট করব ৷ উনি আমাকে অনেক আত্মবিশ্বাস এবং উৎসাহ জুগিয়েছেন ৷’’ জাদরানের 129 রানের সুবাদে আফগানিস্তান অজিদের বিরুদ্ধে এদিন 291 রান তোলে স্কোরবোর্ডে ৷

আরও পড়ুন:বিশ্বকাপে প্রথম আফগান সেঞ্চুরি! অজিদের সামনে বড় রানের লক্ষ্য

143 বলে খেলা এই ইনিংসে মাত্র 8টি বাউন্ডারি এবং তিনটি ওভার-বাউন্ডারি মেরেছেন ইব্রাহিম ৷ আর আফগানদের হয়ে প্রথম বিশ্বকাপ সেঞ্চুরি করে তাঁর অনুভূতি কেমন ? যার জবাবে ওপেনার বলেন, ‘‘আমি আফগানিস্তানের হয়ে বিশ্বকাপের প্রথম সেঞ্চুরি করে আনন্দিত ৷ নিজেকে ধন্য মনে হচ্ছে ৷ এই টুর্নামেন্টের জন্য কঠোর পরিশ্রম করেছিলাম ৷ আমি পাকিস্তানের বিরুদ্ধে সেঞ্চুরি হাতছাড়া করেছিলাম কিন্তু, আজ সফল হয়েছিল ৷ আমি দলের কোচিং স্টাফদের সঙ্গে কথা বলেছিলাম ৷ তাঁদের বলেছিলাম, সামনের তিনটি ম্যাচের একটিতে সেঞ্চুরি করবই ৷’’

আরও পড়ুন:বিশ্বকাপে শ্রীলঙ্কার বিদায়, চ্যাম্পিয়ন্স ট্রফিতে খেলার ছাড়পত্র আফগানদের

উইকেট নিয়ে জাদরান জানান, ওয়াংখেড়ের উইকেট যথেষ্ট ভালো ৷ বল পড়ে ভালো গতিতে ব্যাটে আসছে বলে জানান আফগান ওপেনার ৷ যদিও অস্ট্রেলিয়ান ব্যাটারদের বাইশ গজে দেখে ঠিক উলটোটা মনে হয়েছে এই ম্যাচে ৷

ABOUT THE AUTHOR

...view details