পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / sports

CWC Curtain Raiser: বিশ্বকাপের মঞ্চে ভারতের সেরা 5 বাজি হতে চলেছে যাঁরা... - ক্রিকেট বিশ্বকাপ

অক্টোবর-নভেম্বর মাসে আয়োজিত আইসিসি ক্রিকেট বিশ্বকাপে ভারত অন্যতম সেরা দল ৷ ঘরের মাঠে টুর্নামেন্ট হওয়ায়, কাপ জয়ের সম্ভাবনা আরও বেশি করে বেড়ে গিয়েছে ৷ আর এই লড়াইয়ে ভারতের সেরা পাঁচ বাজি কারা হতে চলেছেন ? তা তুলে ধরলেন ইটিভি ভারতের সঞ্জীব গুহ ৷

ICC World Cup Curtain Raiser ETV BHARAT
ICC World Cup Curtain Raiser

By

Published : Jun 27, 2023, 8:27 PM IST

কলকাতা, 27 জুন: আইসিসি ক্রিকেট বিশ্বকাপের প্রহর গোনা শুরু হয়ে গেল সূচি প্রকাশের পরেই ৷ গত বিশ্বকাপে ভারত সেমিফাইনাল থেকে ছিটকে যাওয়ার পর বিশ্বকাপের উত্তেজনা অনেকটাই কমে গিয়েছিল ৷ কিন্তু, আগামী কয়েকমাসে ভারতে সেই উত্তেজনা যে ফের মাথাচাড়া দেবে, তা বলাই বাহুল্য ৷ আর ভারতের কাছে ঘরের মাঠে দ্বিতীয়বার আইসিসি'র সেরার এই খেতাব জেতার আরও একটি সুবর্ণ সুযোগ রয়েছে ৷ তবে, ক্রিকেট অনুরাগীদের প্রশ্ন ঘরের মাঠে ভারত কি ঘরের মাঠে একাধিপত্য দেখাতে পারবে ? যা গত বিশ্বকাপে ইংল্যান্ড দেখিয়েছিল তাদের ঘরের মাঠে ৷

আর এই বিশ্বকাপের লড়াইয়ে ভারতের বাজি হতে চলেছেন বিশেষ কয়েকজন ক্রিকেটার ৷ তাঁদের মধ্যে অন্যতম পাঁচ হলেন বিরাট কোহলি, অধিনায়ক রোহিত শর্মা, নয়া ব্যাটিং সেনসেশন শুভমন গিল, সূর্যকুমার যাদব এবং বোলিংয়ে মহম্মদ শামি ৷

বিরাট কোহলি

অধিনায়ক না-হওয়া সত্ত্বেও বিরাট কোহলি ক্রিকেটের যে কোনও ফরম্যাটে ভারতের সেরা বাজি হয়ে ওঠার ক্ষমতা রাখেন ৷ যে কোনও কঠিন পরিস্থিতিতে কেন বিরাট কোহলি আজও একমাত্র সেরা ব্যাটার, তার প্রমাণ গত বছর অস্ট্রেলিয়ায় পাকিস্তানের বিরুদ্ধে 53 বলে 82 রানের অপরাজিত ইনিংস ৷ 34 বছরের এই ‘তরুণ’ 46টি সেঞ্চুরি করেছেন 57-র উপরে গড় রেখে ৷ তাই এই বিশ্বকাপেও বিরাট কোহলি ভারতের সেরা বাজি হতে চলেছেন ৷

রোহিত শর্মা

মুম্বই ব্যাটার নিঃসন্দেহে দেশের দ্বিতীয় সর্বাধিক জনপ্রিয় ক্রিকেটার ৷ তবে, তিনি এমনি জনপ্রিয় নন ৷ গত বিশ্বকাপে 5টি সেঞ্চুরি করে এক বিশ্বকাপে সর্বাধিক শতরান করার রেকর্ড করেছেন তিনি ৷ বিশ্বকাপে রোহিতে মোট 6টি সেঞ্চুরি রয়েছে ৷ যেখানে তাঁর গড় 65 রান ৷ আর ইনিংস দ্রুত গতিতে শুরু করতে রোহিতের ব্যাটের উপর ভরসা করতেই হবে ৷ যার ফল গত বিশ্বকাপেও পেয়েছিল কোহলি ব্রিগেড ৷

আরও পড়ুন:5 নভেম্বর ইডেনে ভারত-দক্ষিণ আফ্রিকা, দীপাবলিতে নন্দনকাননে নামছে পাকিস্তান

মহম্মদ শামি

ক্রিকেটের তিন ফরম্যাটে ভারতের সেরা সক্রিয় বোলার যদি কেউ উঠে থেকে থাকেন, তবে তিনি হলেন মহম্মদ শামি ৷ তাঁর বৈচিত্র্য ও গতির সঙ্গে সিমের ব্যবহার শামিকে বিশ্বের অন্যতম সেরা পেস বোলার করে তুলেছে ৷ তা সে ভারত হোক কিংবা ইংল্যান্ড অথবা অস্ট্রেলিয়া ৷ সর্বত্র নতুন ও পুরনো বলে সফল হয়েছেন মহম্মদ শামি ৷ আর তাঁর বোলিং রান-আপের ছন্দ হল ভারতীয় পেসারের ফর্মে থাকার প্রমাণ ৷ ভারতীয় দল সেই ছন্দটাই আসন্ন বিশ্বকাপে চাইবে ৷

আরও পড়ুন:ভারতে বিশ্বকাপ খেলতে আসা নিয়ে সংশয়ে পিসিবি, যদিও আশাবাদী আইসিসি

শুভমন গিল

23 বছরের এই তরুণ বিশ্ব ক্রিকেটের নয়া সেনসেশন ৷ একটি ক্যালেন্ডার বর্ষে ক্রিকেটের সব ফরম্যাটে সেঞ্চুরি করে সকলকে চোখে আঙুল দিয়ে তাঁর আবির্ভাব বার্তা দিয়েছেন শুভমন ৷ চলতি 2022-23 মরশুমে ইতিমধ্যে ওয়ান-ডে ক্রিকেটে 4টি সেঞ্চুরি করে ফেলেছেন শুভমন ৷ যার মধ্যে একটি ডবল সেঞ্চুরি ৷ আর টি-20তে একটি ও টেস্ট ক্রিকেটে 2টি সেঞ্চুরি করেছেন তিনি ৷ আর এই মরশুমে ঘরের মাঠে তাঁর ওয়ান-ডে গড় 65 ৷ তাই ঘরের মাঠে বিশ্বকাপে শুভমনের বিরুদ্ধে যথেষ্ট বেগ পেতে হবে বিশ্বের বাকি বোলারদের, তা বলা অপেক্ষা রাখে না ৷

আরও পড়ুন:বিশ্বকাপে অনেক বেশি প্রতিযোগিতামূলক হতে চলেছে, মত রোহিতের

সূর্যকুমার যাদব

এই মুম্বইকর বিশ্ব ক্রিকেটে উল্কার মতো এসেছেন ৷ তাঁর বিস্ফোরক ব্যাটিংয়ে একার হাতে অনেক ম্যাচই জিতিয়েছেন 'স্কাই' ৷ তবে সমস্যা হল সে সবই ক্রিকেটের সবচেয়ে ছোট ফরম্যাটে ৷ তবে, তাঁকে কোনওভাবেই এড়িয়ে যেতে পারবে না প্রতিপক্ষ ৷ যে কোনও মুহূর্তে, যে কোনও পরিস্থিতিতে প্রতিপক্ষের নাগাল থেকে ম্যাচ বের করে আনার ক্ষমতা রাখেন তিনি ৷ তাই ভারতের মিডল-অর্ডারে তাঁর ব্যাট জ্বলে উঠলে ভারতের বড় রান তোলা নিশ্চিত ৷ ওয়ান ডে'তে সূর্যকুমারের খারাপ ফর্মকে মাথায় রাখলেও এটাই সত্যি ৷

ABOUT THE AUTHOR

...view details