কলকাতা, 27 জুন: আইসিসি ক্রিকেট বিশ্বকাপের প্রহর গোনা শুরু হয়ে গেল সূচি প্রকাশের পরেই ৷ গত বিশ্বকাপে ভারত সেমিফাইনাল থেকে ছিটকে যাওয়ার পর বিশ্বকাপের উত্তেজনা অনেকটাই কমে গিয়েছিল ৷ কিন্তু, আগামী কয়েকমাসে ভারতে সেই উত্তেজনা যে ফের মাথাচাড়া দেবে, তা বলাই বাহুল্য ৷ আর ভারতের কাছে ঘরের মাঠে দ্বিতীয়বার আইসিসি'র সেরার এই খেতাব জেতার আরও একটি সুবর্ণ সুযোগ রয়েছে ৷ তবে, ক্রিকেট অনুরাগীদের প্রশ্ন ঘরের মাঠে ভারত কি ঘরের মাঠে একাধিপত্য দেখাতে পারবে ? যা গত বিশ্বকাপে ইংল্যান্ড দেখিয়েছিল তাদের ঘরের মাঠে ৷
আর এই বিশ্বকাপের লড়াইয়ে ভারতের বাজি হতে চলেছেন বিশেষ কয়েকজন ক্রিকেটার ৷ তাঁদের মধ্যে অন্যতম পাঁচ হলেন বিরাট কোহলি, অধিনায়ক রোহিত শর্মা, নয়া ব্যাটিং সেনসেশন শুভমন গিল, সূর্যকুমার যাদব এবং বোলিংয়ে মহম্মদ শামি ৷
বিরাট কোহলি
অধিনায়ক না-হওয়া সত্ত্বেও বিরাট কোহলি ক্রিকেটের যে কোনও ফরম্যাটে ভারতের সেরা বাজি হয়ে ওঠার ক্ষমতা রাখেন ৷ যে কোনও কঠিন পরিস্থিতিতে কেন বিরাট কোহলি আজও একমাত্র সেরা ব্যাটার, তার প্রমাণ গত বছর অস্ট্রেলিয়ায় পাকিস্তানের বিরুদ্ধে 53 বলে 82 রানের অপরাজিত ইনিংস ৷ 34 বছরের এই ‘তরুণ’ 46টি সেঞ্চুরি করেছেন 57-র উপরে গড় রেখে ৷ তাই এই বিশ্বকাপেও বিরাট কোহলি ভারতের সেরা বাজি হতে চলেছেন ৷
রোহিত শর্মা
মুম্বই ব্যাটার নিঃসন্দেহে দেশের দ্বিতীয় সর্বাধিক জনপ্রিয় ক্রিকেটার ৷ তবে, তিনি এমনি জনপ্রিয় নন ৷ গত বিশ্বকাপে 5টি সেঞ্চুরি করে এক বিশ্বকাপে সর্বাধিক শতরান করার রেকর্ড করেছেন তিনি ৷ বিশ্বকাপে রোহিতে মোট 6টি সেঞ্চুরি রয়েছে ৷ যেখানে তাঁর গড় 65 রান ৷ আর ইনিংস দ্রুত গতিতে শুরু করতে রোহিতের ব্যাটের উপর ভরসা করতেই হবে ৷ যার ফল গত বিশ্বকাপেও পেয়েছিল কোহলি ব্রিগেড ৷
আরও পড়ুন:5 নভেম্বর ইডেনে ভারত-দক্ষিণ আফ্রিকা, দীপাবলিতে নন্দনকাননে নামছে পাকিস্তান