পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / sports

WTC Final : অর্ধশতরানের দিকে মনোনিবেশ করতে গিয়ে আউট রাহানে, মত গাভাসকরের - সুনীল গাভাসকর

গাভাসকর মনে করছেন একটি সিঙ্গল নিয়ে নিজের অর্ধশতরান করতে গিয়ে পূর্ণ শক্তির সঙ্গে পুল শটটি খেলেননি রাহানে ৷ আর তাতেই স্কোয়ার লেগে লাথামের হাতে ক্যাচ দিয়ে বসেন ৷ সেই সময় ধারাভাষ্য দিচ্ছিলেন সুনীল গাভাসকর ৷

রাহানে
রাহানে

By

Published : Jun 20, 2021, 10:12 PM IST

Updated : Jun 21, 2021, 7:11 AM IST

সাউদাম্পটন, 20 জুন : শুধুমাত্র অর্ধশতরান করার দিকে মনোনিবেশ করতে গিয়ে নিজের উইকেট ছুড়ে দিয়ে এলেন অজিঙ্কা রাহানে ৷ এমনটাই মত প্রাক্তন ভারতীয় ওপেনার সুনীল গাভাসকর ৷ নেল ওয়াগনারের শট বলে পুল করতে গিয়ে টম লাথামের হাতে ক্যাচ দিয়ে আউট হন রাহানে ৷

গাভাসকর মনে করছেন, একটি সিঙ্গল নিয়ে নিজের অর্ধশতরান করতে গিয়ে পূর্ণ শক্তির সঙ্গে পুল শটটি খেলেননি রাহানে ৷ আর তাতেই স্কোয়ার লেগে লাথামের হাতে ক্যাচ দিয়ে বসেন ৷ সেই সময় ধারাভাষ্য দিচ্ছিলেন সুনীল গাভাসকর ৷

ধারাভাষ্য দেওয়ার সময় তিনি বলেন, ‘‘রাহানে ওর অর্ধশতরানের জন্য মরিয়া ছিল ৷ এটাই এই আউটের একমাত্র ব্যাখ্যা হতে পারে ৷ অন সাইডে হালকা হাতে খেলে একটি সিঙ্গল নিতে চেয়েছিলেন রাহানে ৷ কিন্তু বলটি বেশি বাউন্স করায় নিয়ন্ত্রণে রাখতে পারেননি তিনি ৷’’

আরও পড়ুন :Sourav Ganguly : দাদাগিরি... টেস্ট অভিষেকের 25 বছর

তবে আউট হওয়ার আগের বলেও ওই একই শট খেলেন রাহানে ৷ সেই শট থেকে 2 রান করেন তিনি ৷ কিন্তু পরের বলটি একটু শর্ট করায়, নিজের নিয়ন্ত্রণ হারান রাহানে ৷ ভারতের শেষ দিকের ব্যাটসম্যানরা সেভাবে নিজেদের মেলে ধরতে পারেননি ৷ রাহানে আউট হওয়ার পর মাত্র 45 রানে 4 উইকেট খোয়ায় ভারত ৷

Last Updated : Jun 21, 2021, 7:11 AM IST

ABOUT THE AUTHOR

...view details