পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / sports

চার বছর পর আইপিএলে অর্ধশতরান ম্যাক্সওয়েলের - আইপিএল 2021

টি-20 ফরম্যাটের অন্যতম সেরা ব্যাটসম্যান বলে বিবেচিত করা হয় ম্যাক্সওয়েলকে ৷ কিন্তু আইপিএলে তাঁর সময়টা একেবারেই ভালো যাচ্ছিল না ৷

Glenn Maxwell
Glenn Maxwell

By

Published : Apr 14, 2021, 11:02 PM IST

চেন্নাই, 14 এপ্রিল : চার বছরের অপেক্ষার অবসান ঘটল বুধবার ৷ চেন্নাইয়ের চেপক স্টেডিয়ামে আইপিএলে দীর্ঘ চার বছরের রানের খরা কাটালেন গ্লেন ম্যাক্সওয়েল ৷ 2016 পর আজ সানরাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধে প্রথম অর্ধশতরান করলেন ম্যাড ম্যাক্স ৷

টি-20 ফরম্যাটের অন্যতম সেরা ব্যাটসম্যান বলে বিবেচিত করা হয় ম্যাক্সওয়েলকে ৷ কিন্তু আইপিএলে তাঁর সময়টা একেবারেই ভালো যাচ্ছিল না ৷ গতবছর কিংস ইলেভেন পঞ্জাব (বর্তমানে পঞ্জাব কিংস) এর হয়ে পুরোপুরি ফ্লপ প্রমাণিত হয়েছিলেন ৷ চলতি মরসুমে প্রীতি জিন্টার দল তাঁকে ছেড়ে দেয় ৷ নিলামে তাঁকে দলে নেয় রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর ৷ তাই বিশ্বের সবচেয়ে জনপ্রিয় ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট লিগে নিজেকে প্রমাণ করার চাপ ছিল ৷ আজ সানরাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধে পুরানো ফর্মে দেখা গেল ম্যাক্সওয়েলকে ৷ পাঁচটি চার ও তিনটি ছয়ের সাহায্যে 41 বলে 59 রান হাঁকান তিনি ৷

আরও পড়ুন : দুরন্ত অভিষেক, কে এই চেতন সাকারিয়া ?

2016 সালে নিজের প্রথম আইপিএলে কলকাতা নাইট রাইডার্সের বিরুদ্ধে প্রথমবার অর্ধশতরান করেন অজি ক্রিকেটার ৷ আইপিএলে এটি তাঁর সপ্তম হাফ সেঞ্চুরি ৷ 40টি আইপিএল ইনিংস এবং 1807 দিন পর ম্যাক্সওয়েলের ব্যাটে এল অর্ধশতরান ৷

ABOUT THE AUTHOR

...view details