আমেদাবাদ, 31 মার্চ: 2008 প্রথম আইপিএলে ব্রেন্ডন ম্যাককালামের স্মৃতি ফিরিয়ে আনছিলেন রুতুরাজ গায়কোয়াড় ৷ কিন্তু 92 রানে দাঁড়িয়ে আলজারি জোসেফের কোমরের উপর ফুলটস ডেলিভারিটা ব্যাটে-বলে সংযোগ করতে পারলেন না ৷ নিশ্চিত শতরান মাঠে ফেলে এলেন পুনে ব্যাটার ৷ শেষবেলায় ধোনির ক্যামিও উদ্বোধনী ম্যাচে গুজরাত জায়ান্টসকে বড় রানের লক্ষ্যমাত্রা দিল চেন্নাই সুপার কিংস ৷ চারবারের চ্যাম্পিয়নরা 20 ওভারে তুলল 178 রান ৷ রুতুরাজ খেললেন 50 বলে 92 রানের ইনিংস ৷
অর্থাৎ, গত বছরের শিরোপাজয়ের ধারা বজায় রেখে 2023-এ প্রথম ম্যাচ জিততে গুজরাত টাইটান্সের দরকার রান 179 রান ৷ রুতুরাজের আক্রমণাত্মক ব্যাটিং সত্ত্বেও দারুণ পারফরম্যান্স করলেন হার্দিকের দলের বোলাররা ৷ 2টি করে উইকেট নিলেন মহম্মদ শামি, রশিদ খান এবং আলজারি জোসেফ ৷ একটি উইকেট নেন জোশুয়া লিটল ৷ রুতুরাজ ছাড়া মইন আলি করেন 23 রান, অম্বাতি রায়াড়ু এবং শিবম দুবে করেন যথাক্রমে 12 এবং 19 রান ৷ শেষবেলায় ধোনির ক্যামিও দলের 180-র দোরগোড়ায় নিয়ে যায় ৷