সিডনি, 20 অক্টোবর : গত সপ্তাহেই প্রাক্তন অজি ওপেনার মাইকেল স্লেটারের বিরুদ্ধে গার্হস্থ্য হিংসার অভিযোগ উঠেছিল ৷ বুধবার সিডনি থেকে তাঁকে গ্রেফতার করল নিউ সাউথ ওয়েলস পুলিশ ৷ সংবাদ সংস্থা এএনআই-তরফে এমনটাই জানানো হয়েছে ৷ 51 বছরের প্রাক্তন এই অজি ক্রিকেটারের বিরুদ্ধে গত সপ্তাহে গার্হস্থ্য হিংসার ঘটনার সঙ্গে যুক্ত থাকার অভিযোগ উঠেছিল । মঙ্গলবারই সেই অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করে পুলিশ ৷ তারপর এদিন প্রাক্তন অজি ওপেনারকে গ্রেফতার করা হয় ৷
বুধবার নিউ সাউথ ওয়েলসের পুলিশের তরফে এক বিবৃতিতে বলা হয়েছে, "12 অক্টোবর গার্হস্থ্য হিংসার একটি ঘটনা ঘটে। অভিযোগের ভিত্তিতে এই বিষয়ে মঙ্গলবার তদন্ত শুরু হয় ৷ তদন্তের স্বার্থে কথা বলার জন্য এদিন সকালে ম্যানলিতে তাঁর বাড়িতে 51 বছরের এক পুরুষের সঙ্গে কথা বলে পুলিশ। তারপর তাঁকে গ্রেফতার করে ম্যানলি পুলিশ স্টেশনে আনা হয়েছে।"