চেন্নাই, 21 মার্চ: কথায় আছে 'আজ যে রাজা, কাল সে ফকির ৷' সূর্যকুমার যাদবের পরিস্থিতিও ঠিক তেমনই ৷ বিশ্বের তাবড় বোলারদের অবহেলায় বাউন্ডারির বাইরে পাঠিয়ে দেওয়া স্কাইকে জালে ফাঁসিয়েছেন অস্ট্রেলিয়ান স্পিডস্টার মিচেল স্টার্ক ৷ শেষ দু'টি ওয়ান ডে-তে গোল্ডেন ডাক সূর্যকুমার যাদব ৷ দু’বারই স্টার্কের ভয়ংকর ইন-ডিপারে লেগ বিফোর হয়েছেন তিনি ৷ আর তারপর কার্যত আত্মবিশ্বাসের অভাবে ভুগছেন আইসিসির সেরা টি-20 ক্রিকেটের খেতাব জয়ী স্কাই ৷
তবে, শুধু একা সূর্যকুমার যাদব নন ৷ ভারতীয় টপ-অর্ডারের রাতের ঘুম কেড়ে নিয়েছেন মিচেল স্টার্ক ৷ নতুন বলে তাঁর ইনস্যুইংগার সামলাতে হিমশিম খাচ্ছেন ভারতের ডানহাতি ব্যাটাররা (Indian Top-Order Burn Midnight Oil to Tackle Mitchell Starc) ৷ রোহিত শর্মা, শুভমন গিল, বিরাট কোহলি, সূর্যকুমার যাদব, কেএল রাহুল ৷ কারও কাছে স্টার্কের ইন-স্যুইংগারের কোনও জবাব নেই ৷ বল হাতে স্টার্ক যদি ভারতীয় ব্যাটারদের ঘুম কেড়ে নেন ৷ তাহলে ভারতীয় বোলারদের দুঃস্বপ্ন হয়ে উঠেছেন বিধ্বংসী মিচেল মার্শ ৷ এই সিরিজে ওয়ান ডে ক্রিকেটে প্রথম ওপেন করতে নামা মিচেল মার্শ শেষ ম্যাচে 183 স্ট্রাইক রেটে 36 বলে 66 রান করেছেন ৷ সঙ্গে দোসর ট্রেভিস হেড করেন 30 বলে 51 ৷ তাঁরও 170 স্ট্রাইক রেট ৷