পুণে, 23 মার্চ : আম্পায়ারস কল নিয়ে এবার প্রকাশ্যে মুখ খুললেন ভারত অধিনায়ক বিরাট কোহলি ৷ তাঁর মতে, ‘আম্পায়ারস কল’ শব্দটা অনেক বিভ্রান্তি তৈরি করে ৷ বল যখন উইকেটে হিট করছে তখন ব্যাটসম্যান আউট হবে (লেগ বিফোর আউটের ক্ষেত্রে) ৷ এখানে বলের কত শতাংশ উইকেটে স্পর্শ করছে বা করছে না, তার কোনও হিসাব থাকা উচিত নয় ৷ কারণ, ব্যাটসম্যান বোল্ড হওয়ার সময় বল কতটা উইকেটকে স্পর্শ করল তা দেখা হয় না ৷ তাই লেগ বিফোর উইকেটের ক্ষেত্রেও, নিয়মটা সহজ-সরল হওয়া উচিত বলে মনে করেন বিরাট কোহলি ৷
আজ পুণেতে ইংল্যান্ডের বিরুদ্ধে প্রথম ওয়ান’ডে ম্যাচ খেলতে নামছে ভারত ৷ তার আগে সোমবার ভার্চুয়াল সাংবাদিক বৈঠকে তাঁকে আম্পায়ারস কল নিয়ে প্রশ্ন করা হলে এই মন্তব্য করেন ভারত অধিনায়ক ৷ যেখানে বিষয়টি নিয়ে দীর্ঘ ব্যাখ্যাও দিয়েছেন কোহলি ৷ তিনি বলেন, ‘‘আমি এমন সময়ে ক্রিকেট খেলেছি, যেখানে ডিআরএস বলে কিছু ছিল না ৷ সেখানে আম্পায়ার নিজেই সিদ্ধান্ত নিত, সেটা ব্যাটসম্যানের ভাল লাগুক কি না লাগুক ৷ বিষয়টা এমনই ছিল ৷ উল্টো দিকে যদি আম্পায়ার ব্যাটসম্যানকে নট আউট ঘোষণা করতেন এবং পরে দেখা যেত সেটা আউট ছিল ৷ কিন্তু, আম্পায়ারের সিদ্ধান্তই চূড়ান্ত বলে মেনে নেওয়া হত ৷’’