পশ্চিমবঙ্গ

west bengal

By

Published : Feb 13, 2021, 10:01 PM IST

ETV Bharat / sports

স্পিনারের বলে প্রথমবার টেস্টে শূন্য রানে আউট কোহলি

টেস্ট ক্রিকেটে প্রথমবার কোনও স্পিনারের বলে শূন্য রানে আউট হলেন বিরাট কোহলি ৷ আর সেই রেকর্ড ভাঙলেন ইংল্যান্ড দলে চেন্নাইয়ের দ্বিতীয় টেস্টে ফেরা অলরাউন্ডার মইন আলি ৷

first-time-virat-kohli-got-out-by-a-spinner-in-test-match
স্পিনারের বলে প্রথমবার টেস্টে শূন্য রানে আউট কোহলি

চেন্নাই, 13 ফেব্রুয়ারি : টেস্ট ক্রিকেটে প্রথমবার কোনও স্পিনারের বলে শূন্য রানে আউট হলেন ভারত অধিনায়ক বিরাট কোহলি ৷ প্রায় 13 বছরের ক্রিকেট কেরিয়ারে প্রথমবার এমনটা হল ৷ তাও বিরাটের উইকেট নেওয়া সেই স্পিনার আইপিএলে তাঁর দলের সতীর্থ মইন আলি ৷ আজ কোহলি তাঁর ইনিংসের চতুর্থ বলে কভার ড্রাইভ মারতে গিয়ে বোল্ড হন ৷

প্রসঙ্গত, মইন আলির করা সেই বলটি অফ স্টাম্পের অনেকটা বাইরে ড্রপ পড়েছিল ৷ তারপর অস্বাভাবিক টার্ন করে সেটি কোহলির উইকেট ছিটকে দেয় ৷ আজকের শূন্য রানে আউট নিয়ে বিরাট কোহলি মোট 11 বার টেস্টে শূন্য রানে আউট হলেন ৷ এর আগের 10 বার তিনি পেসারদের বলে শূন্য রানে আউট হয়েছিলেন ৷ সেই বোলারদের তালিকায় রয়েছেন জেমস অ্যান্ডারসন, স্টুয়ার্ট ব্রড, প্যাট কামিন্স, বেন হিলফেনহস, মিচেল স্টার্ক, সুরঙ্গা লাকমল, লিয়াম প্ল্যাঙ্কেট, রবি রামপল, কেমার রোচ এবং আবু জায়েদ ৷

আরও পড়ুন : ছিটকে গিয়েছে স্টাম্প ! হতভম্ব কোহলি

আজ দিনের শুরুতেই শুভমান গিলের উইকেট হারিয়ে চাপে পড়ে যায় ভারত ৷ দ্বিতীয় ওভারের তৃতীয় বলেই শূন্য রানে ফিরে যান শুভমান ৷ এরপর ভারতের ইংনিস সামাল দেন চেতেশ্বর পূজারা এবং রোহিত শর্মা ৷ কিন্তু, পূজারা আউট হওয়ার পর এক ওভারের মধ্যে শূন্য রানে প্যাভিলিয়নে ফিরে যান বিরাচ কোহলি ৷ প্রথম দিনের শেষে ভারত 6 উইকেট হারিয়ে 300 রান করেছেন ৷ 161 রান করেছেন রোহিত শর্মা ৷ 67 রানে আউট হন অজিঙ্ক রাহানে ৷ ক্রিজ়ে আছেন ঋষভ পন্থ এবং অক্ষর প্যাটেল৷

ABOUT THE AUTHOR

...view details