আমেদাবাদ, 12 মার্চ : জয় দিয়ে টি20 সিরিজ় শুরু করল ইংল্যান্ড । টেস্ট সিরিজ়ে হারার পর প্রথম টি 20 ম্যাচে ভারতকে 8 উইকেটে হারিয়ে দিল ইংল্যান্ড । পাঁচ ম্যাচের টি 20 সিরিজ়ে ভারতের মুখোমুখি ইংল্যান্ড । আজ প্রথম টি 20 ম্যাচে ইয়ন মরগ্যানদের মুখোমুখি বিরাট বাহিনী । টসে জিতে বল করার সিদ্ধান্ত নেয় ইংল্যান্ড । রোহিত শর্মাকে বিশ্রাম দেওয়া হয় প্রথম ম্যাচে ।
ব্যাটে নেমে শুরুতেই ধাক্কা খায় ভারতীয় দল । ফর্মে থাকা কে এল রাহুলকে ইনিংসের দ্বিতীয় বলে মাত্র এক রানের মাথায় ফেরান আর্চার । বাইরের বল ইনসাইড এজ় লেগে প্লে ডাউন হন রাহুল । চার বলে 1 রান করে ফেরেন তিনি । এরপর কার্যত জোড়া ধাক্কা খায় ভারতের । অধিনায়ক বিরাট কোহলি আবারও একবার লেগ স্পিনের শিকার । খাতা না খুলেই আদিল রাশিদের বলে আউট হয়ে সাজঘরে ফেরেন বিরাট । দলের মাত্র 20 রানের মাথায় ফেরেন ধাওয়ান । 12 বলে মাত্র 4 রান করে মার্ক উডের বলে বোল্ড হয়ে ফেরেন তিনি । এরপর দলের 48 রানের মাথায় আউট হয়ে ফেরেন আউট হয়ে ফেরেন ঋষভ পন্থ । 2 টি চার এবং একটি ছক্কার সাহায্যে তাঁর সংগ্রহ 21 রান । বেন স্টোকসের বলে বেয়ারস্টোর হাতে ক্যাচ দিয়ে সাজঘরে ফেরেন ঋষভ । এরপর দলের দায়িত্ব সামলান শ্রেয়স এবং হার্দিক । 102 রানের মাথায় ব্যক্তিগত 19 রান করে আউট হন হার্দিক । আর্চারের বলে ক্রিস জর্ডনের হাতে ক্যাচ দিয়ে ফেরার আগে তিনি মারেন একটি চার এবং একটি ছয় । এরপর দলের একই রানে আরও একটি উইকেট পতন । প্রথম বলে শার্দুলকে ফেরান জোফ্রে । কার্যত একাই ভারতীয় দলের ব্যাটন সামলান শ্রেয়স আইয়ার । 48 বলে 67 রানে আউট হন তিনি । 8 টি চার এবং 1 টি ছয়ে সাজানো এই ইনিংস ।