আমেদাবাদ, 22 ফেব্রুয়ারি : অধিনায়ক হিসেবে ঘরের মাঠে সর্বাধিক টেস্ট ম্যাচ জেতার রেকর্ডরে সামনে দাঁড়িয়ে বিরাট কোহলি ৷ বুধবার থেকে মোতেরায় শুরু হতে চলা টেস্ট ম্যাচ জিততে পারলে ভারতীয় অধিনায়ক হিসেবে ঘরের মাঠে সবচেয়ে বেশি টেস্ট জিতবেন বিরাট ৷ চেন্নাইয়ে দ্বিতীয় টেস্ট জিতে মহেন্দ্র সিং ধোনির সঙ্গে যৌথভাবে এক নম্বরে রয়েছেন বিরাট ৷ বর্তমানে দু’জনেই 21টি করে ম্যাচ জিতেছেন ঘরের মাঠে ৷
মোতেরায় নতুন করে তৈরি হওয়া স্টেডিয়ামে বুধবার থেকে শুরু হতে চলেছে পিঙ্ক বলে দিনরাতের টেস্ট ৷ সেখানে ইংল্যান্ডকে হারাতে পারলে অধিনায়ক হিসেবে 22টি ম্যাচ জেতার রেকর্ড গড়বেন বিরাট কোহলি ৷ তবে, এই সাফল্য পাওয়াটা খুব একটা সহজ নয় ৷ কারণ ঘরের মাঠে ইংল্যান্ডের কাছে ইতিমধ্যে এক ম্যাচ হেরে রয়েছে ভারত ৷ আর ফ্লাডলাইটের নিচে পিঙ্ক বলের সুইং সামলানোটাও বেশ কঠিন ৷ ফলে যতই স্পিনিং উইকেট বানানো হোক মোতেরায় ফ্লাড লাইটের নিচে পিঙ্ক বল সামলানো যে কঠিন তা মানছে ভারতীয় দল ৷