চেন্নাই, 5 ফেব্রুয়ারি : টসে জিতে ব্যাটিং-এর সিদ্ধান্ত নিলেন ইংল্যান্ডের অধিনায়ক জো রুট। শুক্রবার চেন্নাইয়ের এমএ চিদম্বরম স্টেডিয়ামে শুরু হয়েছে ভারত-ইংল্যান্ড প্রথম টেস্ট। সফল অস্ট্রেলিয়া সফরের পর এই টেস্টে ভারতের অধিনায়কত্বের ব্যাটন ফের বিরাট কোহলির হাতে।
কোরোনাকালে এটাই দেশের মাটিতে প্রথম আন্তর্জাতিক ম্যাচ । বৃহস্পতিবার দলের প্রশিক্ষণের সময় হাঁটুতে ব্যথা অনুভব করেন অক্ষর প্যাটেল। দলে জায়গা করে নেন শাহবাজ নাদিম । বিসিসিআই-এর তরফে জানানো হয়েছে, ইংল্যান্ডের বিরুদ্ধে প্রথম টেস্ট থেকে বাদ পড়েছেন অক্ষর। বাঁ হাটুতে ব্যথা রয়েছে তাঁর। বিসিসিআই-এর মেডিকেল টিম এই অল-রাউন্ডারকে পর্যবেক্ষণে রেখেছে। শুরুর ম্যাচে তাঁকে খেলার অনুমতি দেওয়া হয়নি।''
বিসিসিআই বিবৃতিতে আরও জানায়, ''অল ইন্ডিয়া সিনিয়র সিলেকশন কমিটি স্পিনার শাহবাজ নাদিম ও রাহুল চাহারকে ভারতীয় টেস্ট স্কোয়াডে রেখেছে। স্ট্যান্ড বাই ভারতীয় দলে এঁরা দু'জনেই প্রশিক্ষণ নিয়েছেন।''