আমেদাবাদ, 16 মার্চ : 22 গজে ফেরার পর এবার হার্দিক পাণ্ডিয়াকে নিয়ে মন্তব্য করলেন ভারত অধিনায়ক বিরাট কোহলি। তিনি বলেন, পাণ্ডিয়া নিজেই জানিয়েছেন যে দলের প্রয়োজনে সব ধরনের ক্রিকেটে অলরাউন্ডার হিসেবে খেলতে রাজি।
এতদিন পাণ্ডিয়া ম্যাচ ফিনিশার হিসেবে ব্যাটে তাঁর সেরাটা দিয়েছেন। এবার বোলার হিসেবেও ম্যাচ ফিনিশার হতে চান তিনি। 27 বছর বয়সি পাণ্ডিয়া প্রথম ম্যাচে ইংল্যান্ডের বিরুদ্ধে দু'ওভার বল করেছিলেন। তবে দ্বিতীয় টি 20 ম্যাচে তিনি সম্পূর্ণ ওভার বল করেন। কোহলি পাণ্ডিয়ার প্রশংসায় জানিয়েছেন, প্রতি ম্যাচে অন্তত তিন ওভার বল করতে চান পাণ্ডিয়া। সেইসঙ্গে দলের প্রয়োজনে অলরাউন্ডার হিসেবেও খেলতে চান। এই ধরনের খেলোয়াড়রা যে কোনও দলের জন্যই অমূল্য সম্পদ।