পুণে, 27 মার্চ : হার্দিক পান্ডিয়া টি-20তে নতুন বলে বল করছেন ৷ শুধু বলই করছেন না, নিয়মিত উইকেটও পাচ্ছেন ৷ কিন্তু, ইংল্যান্ডের ওয়ান ডে সিরিজ়ে তাঁকে বল দিচ্ছেন না বিরাট কোহলি ৷ আবার সেই সময়, যখন ইংল্যান্ডের ব্যাটসম্যানরা একের পর এক বল বাইন্ডারির ওপারে পাঠাচ্ছেন ৷ কিন্তু, কেন কেন হার্দিককে দিয়ে বল করানো হচ্ছে না, তা ম্যাচ শেষে খোলসা করলেন বিরাট কোহলি ৷ জানালেন, সামনের বড় টুর্নামেন্ট এবং ইংল্যান্ড সফরকে মাথায় রেখেই হার্দিক পান্ডিয়ার ওর্য়াক লোড নিয়ন্ত্রণ করা হচ্ছে ৷
দ্বিতীয় ওয়ান’ডে ম্যাচে ভারতীয় বোলাররা চূড়ান্তভাবে ব্যর্থ ৷ আর এই পরিস্থিতিতে হার্দিক পান্ডিয়াকে দিয়ে বল না করানোয় ক্ষোভপ্রকাশ করেছেন সুনীল গাভাস্কর, ভি ভি এস লক্ষ্মণরা ৷ তবে, কেন এই সিদ্ধান্ত তা স্পষ্ট করলেন ভারত অধিনায়ক ৷ কোহলি জানালেন, পিঠের অস্ত্রোপচারের পর হার্দিকের শরীরের উপর যাতে চাপ না পরে তাই এই সিদ্ধান্ত ৷ এ নিয়ে ম্যাচ শেষে সাক্ষাৎকারে বিরাট কোহলি বলেন, ‘‘আমরা তাঁর শরীরের দিকে নজর দিচ্ছি ৷ বুঝতে হবে কোথায় আমরা তাঁর প্রতিভাকে কাজে লাগাবো ৷ টি-20 ম্য়াচে আমরা তাঁকে দিয়ে বল করিয়েছি ৷ কিন্তু, ওয়ান’ডে ম্যাচে হার্দিকের উপর থেকে চাপ কমানোর চেষ্টা করা হচ্ছে ৷’’