রাজকোট, 17 জুন : রাজকোটে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে সিরিজের চতুর্থ টি-20 ম্যাচে সবচেয়ে বেশি বয়সি ভারতীয় ব্যাটার হিসেবে পুরুষদের আন্তর্জাতিক টি-20 ম্যাচে হাফ-সেঞ্চুরি করে নজির গড়লেন দীনেশ কার্তিক ৷ 37 বছর বয়সি কার্তিকের এটাই প্রথম আন্তর্জাতিক টি-20 হাফ-সেঞ্চুরি ৷ যা এল তাঁর অভিষেকের 16 বছর পর ৷ তবে ভারতীয় ব্যাটার হিসেবে সবচেয়ে বেশি বয়সে আন্তর্জাতিক টি-20 ম্যাচে হাফ-সেঞ্চুরির নজির গড়লেন ডিকে ৷ 37 বছর 16 দিন বয়সে এই রেকর্ড গড়েন কার্তিক ৷ এর আগে এই রেকর্ড ছিল মহেন্দ্র সিং ধোনির দখলে ৷ 36 বছর 229 দিন বয়সে হাফ-সেঞ্চুরি করে রেকর্ড গড়েছিলেন ধোনি (Dinesh Karthik breaks MS Dhoni record) ৷ সেটাও ছিল প্রোটিয়াদের বিরুদ্ধে ৷
এদিন সিরিজ হার আটকাতে চতুর্থ দ্বৈরথে মরিয়া ভারত । ব্যাট হাতে প্রাথমিক ধাক্কা সামলে লড়াই করে প্রোটিয়াদের চ্যালেঞ্জিং টার্গেট দিল 'মেন ইন ব্লু' । দলের সিনিয়রদের মধ্যে বেশিরভাগই ঘরের মাঠের এই সিরিজে নেই । ফলে দলের জয় রথ টেনে নিয়ে যাওয়ার দায়িত্ব তথাকথিত ইয়ং ব্রিগেডের উপরই ছিল । পাঁচ ম্যাচের টি-20 সিরিজে মোটেই স্বস্তিজনক জায়গাতে নেই ভারত (India vs South Africa)। প্রোটিয়াদের চ্যালেঞ্জ সামলাতে বেশ যুঝতে হচ্ছে ভারতীয় দলকে। তবে এদিন দক্ষিণ আফ্রিকাকে 82 রানে হারিয়ে পাঁচ ম্যাচের সিরিজে সমতা ফেরাল ভারত ৷ বল হাতে দুরন্ত আবেশ খান ৷ 4 ওভারে মাত্র 18 রান দিয়ে চারটি উইকেট নেন তিনি ৷ সিরিজের পঞ্চম তথা শেষ ম্যাচ রবিবার বেঙ্গালুরুতে ৷