পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / sports

রেকর্ডের ছড়াছড়ি, লর্ডসের 22 গজ শুধু ডেভনময় - সৌরভকে সরিয়ে লর্ডসের অভিষেক টেস্টে সর্বাধিক রানের রেকর্ড গড়েন নিউজ়িল্যান্ডের ওপেনার ডেভন কনওয়ে

এটা তাঁর জীবনের প্রথম টেস্ট হলেও, তাঁকে নিয়ে গর্ব করতেই পারে নিউজ়িল্যান্ড ৷ দ্বিতীয় কিউয়ি ব্যাটসম্যান হিসেবে অভিষেকে দ্বিশতরান গড়ার নজির গড়লেন তিনি ৷ 1999 সালে প্রথম কিউয়ি ব্যাটসম্যান হিসেবে টেস্টের অভিষেকে দ্বিশতরান করেন ম্যাথু সিংক্লায়ার ৷

লর্ডসের 22 গজ শুধু ডেভনময়
লর্ডসের 22 গজ শুধু ডেভনময়

By

Published : Jun 3, 2021, 10:03 PM IST

Updated : Jun 4, 2021, 3:31 PM IST

লন্ডন, 3 জুন : গতকাল ভেঙেছিলেন ভারতের প্রাক্তন অধিনায়ক সৌরভ গঙ্গোপাধ্যায়ের রেকর্ড ৷ 25 বছর পর সৌরভকে সরিয়ে লর্ডসের অভিষেক টেস্টে সর্বাধিক রানের রেকর্ড গড়েন নিউজ়িল্যান্ডের ওপেনার ডেভন কনওয়ে ৷ আর আজ মুকুটে জুড়লেন আরও একটি পালক ৷ অভিষেক টেস্টে হাঁকালেন দ্বিশতরান ৷ বিশ্বের সপ্তম ও দ্বিতীয় কিউয়ি ব্যাটসম্যান হিসেবে অনন্য রেকর্ড গড়লেন কনওয়ে ৷

লর্ডসের 22 গজে ডেভনের ব্যাটিং দেখে মনে হচ্ছিল একমাত্র রান আউট তাঁকে থামাতে পারে ৷ তাই হল ৷ নিজের ব্যক্তিগত দ্বিশতরান করার পর ফিরলেন রান আউট হয়েই ৷ মনে হল তাঁর বিরুদ্ধে ইংল্যান্ডের একমাত্র পরিকল্পনা ছিল এই রান আউটই ৷ তা না হলে ক্রিকেটে নবাগত এক তরুণের ব্যাটিং বিক্রমের সামনে কেনই বা অসহায় দেখাবে টেস্টের ইতিহাসে সেরা দুই পেসারকে ৷ যাঁরা দু‘জনেই টেস্টে 500টির বেশি উইকেট নিয়েছেন ৷

এটা তাঁর জীবনের প্রথম টেস্ট হলেও, তাঁকে নিয়ে গর্ব করতেই পারে নিউজ়িল্যান্ড ৷ দ্বিতীয় কিউয়ি ব্যাটসম্যান হিসেবে অভিষেকে দ্বিশতরান গড়ার নজির গড়লেন তিনি ৷ 1999 সালে প্রথম কিউয়ি ব্যাটসম্যান হিসেবে টেস্টের অভিষেকে দ্বিশতরান করেন ম্যাথু সিংক্লায়ার ৷

ইনিংস শুরু করেছিলেন ৷ শেষও হল তাঁকে দিয়েই ৷ কিন্তু অন্য প্রান্ত থেকে ক্রমাগত উইকেট হারাতে থাকে নিউজ়িল্যান্ড ৷ কিন্তু টলানো যায়নি ডেভন কনওয়েকে ৷ ইনিংসের শেষ উইকেট হিসেবে রান আউট হলেন ৷ তবে তারআগে করে ফেলেছেন একাধিক রেকর্ড ৷ বাঁহাতি ব্যাটসম্যান হিসেবে, অভিষেকে তৃতীয় সর্বাধিক রান করলেন তিনি (200) ৷ তাঁর আগে আছেন, জ্যাক রুডল্ফ (222*) ও কাইল মেয়ার (210*) ৷

আরও পড়ুন : অভিষেকে দ্বিশতরান করলেন ডেভান কনওয়ে, আর কার আছে এই অনন্য নজির

তবে সবাই জানলে অবাক হবেন, এর আগে ক্রিকেটে কখনও ওপেনিং করেননি ডেভন কনওয়ে ৷ ম্যাচ শুরুর আগে নিউজ়িল্যান্ড থিঙ্কট্যাঙ্ককে তিনি ভরসা জোগাতে পেরেছিলেন ৷ আর আজ তাঁর পারফরমেন্স আশ্বস্ত করল কিউয়ি নির্বাচকদের ৷ তবে ডেভনের এই ফর্ম নিসন্দেহে ভারতীয় দলের থিঙ্কট্যাঙ্কের কপালে চিন্তার ভাঁজ ফেলবে ৷ 18 জুন সাউদাম্পটনে ভারতীয় বোলারদের চিন্তাতেও তিনি যে থাকবেন, তা নিশ্চিত ৷

Last Updated : Jun 4, 2021, 3:31 PM IST

ABOUT THE AUTHOR

...view details