পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / sports

ব্যাটে বলে অলরাউন্ড পারফর্ম্যান্স দীপ্তির, ঘরের মাঠে ইংল্যান্ডের বিরুদ্ধে প্রথম টেস্ট জয়ের হাতছানি

Deepti Sharma Stars with All-round Show in Only Test Against England: ব্যাটহাতে ভারতীয় ব্যাটাররা তাঁদের কাজ করেছিলেন প্রথমদিনেই ৷ সেখানে দীপ্তি শর্মার 67 রানের ইনিংসও ছিল ৷ তবে, বল হাতেও ইংল্যান্ডের বিরুদ্ধে জ্বলে উঠলেন তিনি ৷ 5 উইকেট নিয়ে ভারতীয় মহিলা দলকে একমাত্র টেস্ট জয়ের দোরগোড়ায় এনে দিয়েছেন অফস্পিনার ৷

ETV BHARAT
ETV BHARAT

By ETV Bharat Bangla Team

Published : Dec 15, 2023, 9:41 PM IST

মুম্বই, 15 ডিসেম্বর: ইংল্যান্ডের বিরুদ্ধে একমাত্র টেস্টে দ্বিতীয় দিনের শেষে দ্বিতীয় ইনিংসে 478 রানে এগিয়ে ভারতীয় মহিলা দল ৷ হ্যাঁ, এমনটাই করে দেখিয়েছেন জেমিমা রদ্রিগেজ, হরমনপ্রীত কৌর, যস্তিকা ভাটিয়া এবং অবশ্যই দীপ্তি শর্মা ৷ অফস্পিনিং অলরাউন্ডার হিসেবে ইংল্যান্ডের বোলার থেকে শুরু করে ব্যাটিং থেকে বোলিং, সব বিভাগে রাজত্ব করলেন তিনি ৷ প্রথম ইনিংসে ব্যাটে 67 রান করার পর, দ্বিতীয় ইনিংসে 5 উইকেট নিয়ে ইংল্যান্ডকে 1346 রানে অল-আউট করেছেন দীপ্তিরা ৷ দ্বিতীয় দিনের খেলা শেষে হরমনপ্রীত কৌরের অপরাজিত 44 রানের সুবাদে 6 উইকেট হারিয়ে 186 রান তুলেছে ভারত ৷

গতকাল ভারত 7 উইকেটে 410 রানে তাদের ইনিংস শেষ করেছিল ৷ কিন্তু, আজ সকালে মাত্র 18 রান যোগ করেই পুরো দল প্যাভিলিয়নে ফিরে যায় ৷ হরমনপ্রীতদের 428 রানের জবাবে ইংল্যান্ড শুরুতেই ওপেনার সোফিয়া ডাঙ্কলের উইকেট হারান ৷ রেণুকা সিংয়ের ইনস্যুইংগারে বোল্ড হন তিনি ৷ এরপর অধিনায়ক হেথার নাইট পূজা বস্ত্রকারের শিকার হন ৷ কিন্তু, এরপর প্রথম সেশনে আর উইকেট হারায়নি থ্রি-লায়ন্স মহিলা ব্রিগেড ৷ মধ্যাহ্নভোজের বিরতিতে 2 উইকেট হারিয়ে 66 রান তোলে ইংল্যান্ড ৷

কিন্তু, ব্রিটিশদের ইনিংসে ধস নামে দ্বিতীয় সেশনে ৷ ড্যানিয়েল ওয়েট 19 রান করে ফিরতেই একের পর এক উইকেটের পতন শুরু হয় ৷ মাত্র 28 রানের মধ্যে শেষ 6 উইকেট হারায় শক্তিশালী ইংল্যান্ড দল ৷ সৌজন্যে দীপ্তি শর্মার স্পিন ৷ মাত্র 5.3 ওভারে 4টি মেডেন-সহ 7 রান দিতে 5 উইকেট তুলে নেন দীপ্তি ৷ যদিও, দ্বিতীয় ইনিংসে ডিওয়াই পাটিল স্টেডিয়ামের উইকেট ভারতের মেয়েদেরকেও চ্যালেঞ্জের মুখে ফেলেছে ৷ পিচ না ভাঙলেও, লাল মাটির বাউন্স ও রুক্ষতার কারণে স্পিনাররা দারুণ সাহায্য পাচ্ছে ৷

শেফালি বর্মা (33) এবং স্মৃতি মন্ধানা (26) শুরুটা ভালোই করেছিলেন ৷ কিন্তু, মিডল-অর্ডার একেবারেই দাঁড়াতে পারেনি ৷ প্রথম ইনিংসে হাফ-সেঞ্চুরি করা চার ব্যাটারের মধ্যে তিনজন ইতিমধ্যে প্যাভিলিয়নে ফিরে গিয়েছেন ৷ শুভা সতীশ এখনও নামেননি ৷ ক্যাপ্টেন হরমনপ্রীত কৌর 44 রান করে অপরাজিত রয়েছেন ৷ ভারত প্রথম ইনিংসে এগিয়ে থাকার সুবাদে 478 রানের লিড নিয়েছে ৷ সব ঠিকঠাক চললে তৃতীয় দিনে ঘরের মাঠে ইংল্যান্ডের বিরুদ্ধে প্রথম টেস্ট জয়ের স্বাদ পেতে চলেছেন হরমনপ্রীতরা ৷

আরও পড়ুন:

  1. রোহিত যুগ অতীত, কামব্যাকেই মুম্বই ইন্ডিয়ান্সের নয়া অধিনায়ক হার্দিক
  2. ভারতের প্রথম মহিলা টেস্ট আম্পায়ার হিসাবে ইতিহাস বৃন্দার
  3. ধোনিকে সম্মান জানাতে বিশেষ পদক্ষেপ, 7 নম্বর জার্সি সরিয়ে নিল বিসিসিআই

ABOUT THE AUTHOR

...view details