পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / sports

পাকিস্তানের কাছে হেরে বিশ্বকাপ থেকে বিদায় দক্ষিণ আফ্রিকার - harris sohail

দুই দলের কাছেই এই ম্যাচ ছিল টিকে থাকার লড়াই । কিন্তু ওয়াহাব রিয়াজ় ও শাদাব খানের বোলিংয়ের দাপটে বিশ্বকাপে টিকে থাকতে ব্যর্থ দক্ষিণ আফ্রিকা ।

2

By

Published : Jun 24, 2019, 9:06 AM IST

লন্ডন, 24 জুন : পাকিস্তানের কাছে হেরে বিশ্বকাপ থেকে ছিটকে গেল দক্ষিণ আফ্রিকা । অন্যদিকে সেমিফাইনালে যাওয়ার আশা টিকিয়ে রাখল পাকিস্তান ।

দুই দলের কাছেই এই ম্যাচ ছিল টিকে থাকার লড়াই । উইন্ডিজ়, অস্ট্রেলিয়া ও ভারতের কাছে হেরে সমালোচনার মুখে পড়ে পাকিস্তান । সমর্থকদের তোপের মুখে ছিলেন কোচ মিকি আর্থার ও অধিনায়ক সরফরাজ় আহমেদ । সেই ধাক্কা কাটিয়ে গতকালের ম্যাচে ভালো শুরু করে পাকিস্তান । দুই ওপেনার ইমাম উল হক ও ফখর জ়ামান করেন 44 রান করে । প্রথম উইকেটে ওঠে 81 রান । তিন নম্বরে ব্যাট করতে নেমে বাবর আজ়ম করেন 69 রান । ভারত ম্যাচে ব্যর্থ শোয়েব মালিকের জায়গায় দলে জায়গা পান হ্যারিস সোহেল । সুযোগ পেয়েই কাজে লাগান তিনি । করেন 89 রান । ম্যাচের সেরাও হন । নির্ধারিত 50 ওভারে 7 উইকেট হারিয়ে পাকিস্তান করে 308 রান ।

দক্ষিণ আফ্রিকার হয়ে তিনটি উইকেট নেন লুঙ্গি এনগিডি । দুটি উইকেট নেন ইমরান তাহির । একটি করে উইকেট নেন ফেলুকুয়াও ও মারক্রাম ।

দুটি উইকেট নেন ইমরান তাহির

পাকিস্তানের ম্যাচের আগে এবারের বিশ্বকাপে একটিমাত্র ম্যাচে জয় পেয়েছে দক্ষিণ আফ্রিকা । তাও তুলনামূলকভাবে দুর্বল আফগানিস্তানের বিরুদ্ধে । ইংল্যান্ড, বাংলাদেশ, ভারত ও নিউজ়িল্যান্ডের কাছে হারে প্রোটিয়ারা । ফলে সেমিফাইনালের আশা জিইয়ে রাখতে পরপর হারের ধাক্কা কাটিয়ে দক্ষিণ আফ্রিকাকে জিততেই হত । কিন্তু ওয়াহাব রিয়াজ় ও শাহাদাব খানের বোলিংয়ের সামনে তা আর সম্ভব হল না প্রোটিয়াদের ।

হাসিম আমলাকে ফিরিয়ে মহম্মদ আমির

পাকিস্তানের 308 রান তাড়া করতে নেমে ব্যর্থ হয় ওপেনিং জুটি । মাত্র 4 রানের মাথায় প্রথম উইকেট হারায় দক্ষিণ আফ্রিকা । ঝটকা দেন মহম্মদ আমির । তাঁর বলে প্যাভেলিয়নে ফেরেন হাসিম আমলা । কুইন্টন ডি কক করেন 47 রান । অধিনায়ক ডু প্লেসি করেন 63 রান । এরপর ফেলুকুয়াওর 46 বাদে কারও রান পাকিস্তানকে জবাব দেওয়ার মত ছিল না । তিনটি করে উইকেট নেন ওয়াহাব রিয়াজ় ও শাদাব খান । একটি উইকেট নেন শাহিন আফ্রিদি, দুটি উইকেট নেন মহম্মদ আমির ।

এই মুহূর্তে 6টি ম্যাচ খেলে 5 পয়েন্ট নিয়ে পাকিস্তান রয়েছে সপ্তম স্থানে । 7টি ম্যাচে 3 পয়েন্ট পেয়ে দক্ষিণ আফ্রিকা রয়েছে নবম স্থানে । পাকিস্তানের সঙ্গে হারার পরই এবারের বিশ্বকাপে সেমিফাইনালে যাওয়ার স্বপ্ন শেষ হয়ে গেল ডু প্লেসিদের ।

দক্ষিণ আফ্রিকার আর দুটি ম্যাচ বাকি রয়েছে । 28 তারিখ তারা খেলবে শ্রীলঙ্কার বিরুদ্ধে । আর 6 জুলাই অস্ট্রেলিয়ার বিরুদ্ধে নামবে প্রোটিয়ারা । ওই দুটি ম্যাচ জিতলেও তাদের পয়েন্ট গিয়ে দাঁড়াবে 7 । কিন্তু, ইতিমধ্যে চার নম্বরে থাকা দলের পয়েন্ট রয়েছে 8 ।

ABOUT THE AUTHOR

...view details