পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / sports

ধোনির গ্লাভস থেকে 'বলিদান ব্যাজ' সরানোর নির্দেশ ICC-র - world cup

ভারতের প্যারা স্পেশাল ফোর্সকে সম্মান জানাতে গ্লাভসে বলিদান ব্যাজ লাগিয়ে নেমেছিলেন মহেন্দ্র সিং ধোনি । এবার সেই ব্যাজ সরানোর নির্দেশ দিল ICC ।

dhoni

By

Published : Jun 6, 2019, 8:53 PM IST

Updated : Jun 6, 2019, 9:29 PM IST

মুম্বই, 6 জুন : বিশ্বকাপে প্রথম ম্যাচে ভারতের জয়ের পাশাপাশি প্রশংসিত হয়েছে ধোনির কিপিং গ্লাভস । ভারতের প্যারা স্পেশাল ফোর্সকে সম্মান জানাতে গ্লাভসে একরকম ব্যাজ লাগিয়ে নেমেছিলেন মহেন্দ্র সিং ধোনি । নাম 'বলিদান ব্যাজ' । যা বেশ প্রশংসিত হয় ।

এবার বিতর্কের মুখে ধোনির এই পদক্ষেপ । গ্লাভস থেকে বলিদান ব্যাজ সরাতে BCCI-কে নির্দেশ দিল ICC । গতকাল বিশ্বকাপে ভারতের প্রথম ম্যাচে দেশের প্যারা স্পেশাল ফোর্সকে সম্মান জানাতে ত্রিশূলের মতো দেখতে তিনমুখী একটি লোগো তাঁর ব্যাজে লাগিয়েছিলেন মহেন্দ্র সিং ধোনি । যা গতকাল ম্যাচ চলাকালীন নজরে পড়ে । বিশেষ করে সেটি নজরে আসে ফেলুকাওকে স্ট্যাম্প করার সময় । এরপর টুইটারে ধোনির এই পদক্ষেপ প্রশংসায় ভরে যায় ।

এই ব্যাজ ছিল ধোনির গ্লাভসে

2011 সালে ধোনিকে আধা সামরিক বাহিনীর সাম্মানিক লেফটেন্যান্ট কর্নেল পদে সম্মানিত করা হয় । তাঁকে পদ্মভূষণ সম্মানে সম্মানিত করা হয় । সম্প্রতি পুলওয়ামায় CRPF-র কনভয়ে হামলার পর শহিদদের শ্রদ্ধা জানাতে ভারতীয় দল সেনাবাহিনীর টুপি পড়েও খেলতে নেমেছিল । টুপি নিজের হাতে সবাইকে তুলে দিয়েছিলেন ধোনি ।

Last Updated : Jun 6, 2019, 9:29 PM IST

ABOUT THE AUTHOR

...view details