সাউদহ্যাম্পটন, 22 জুন : 225 তাড়া করলেই চলতি বিশ্বকাপে প্রথম জয় আসবে আফগানদের ঝুলিতে । এই অবস্থায় ব্যাট করতে নেমে ভারতীয়দের ভালো বোলিংয়ের জেরে চাপে পরলেন গুলবদিনরা । 17তম ওভারে আফগানদের স্কোর 64 রানে দুই উইকেট । 225 তাড়া করতে নেমে প্রথম দশ ওভারে মাত্র 37 রান তোলেন আফগানরা । হারিয়েছে ওপেনার জ়াজ়াইয়ের উইকেট । প্রথম ম্যাচ খেলতে নেমে দুর্দান্ত প্রথম স্পেল মহম্মদ শামির । 4 ওভারে মাত্র 6 রান দিয়ে আফগানদের প্রথম উইকেটটি তুলে নেন তিনি । অপর ওপেনার গুলবদিনকে ফেরান হার্দিক । এর পর 28তম ওভারে রহমত শাহ ও হাশমাতুল্লা শাহিদিকে আউট করেন বুমরা ।
আফগান স্পিনারদের দুরন্ত বোলিংয়ে 224 রানেই আটকে গেল ভারত । হ্যাম্পশায়ার বোলের বাইশ গজে ভারতের তাবড় ব্যাটসম্যানদের 224 রানে আটকে রাখলেন আফগান স্পিনার । অর্থাৎ চলতি বিশ্বকাপে প্রথম জয় পেতে আফগানিস্তানের দরকার 225 রান । ভারতের হয়ে সর্বোচ্চ 67 রান করেন অধিনায়ক বিরাট কোহলি । হাফ সেঞ্চুরি করেন কেদার যাদবও ।
দু'টি করে উইকেট নেন আফগান অধিনায়ক গুলবদিন নাইব ও মহম্মদ নবি । 10 ওভার বল করে মাত্র 26 রান দিয়ে রোহিতের উইকেট তুলে নেন মুজিব । পাশাপাশি একটি করে উইকেট নেন রাশিদ খান, রহমত শাহ ও আফতাব আহমেদ ।