পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / sports

জোড়া উইকেট বুমরার, আফগানদের চাপে ফেলল কোহলি ব্রিগেড

রহমত শাহ ও হাশমাতুল্লা শাহিদিকে এক ওভারে ফিরিয়ে দিলেন বুমরা । সহজ রান তাড়া করতে নেমে চাপে আফগানরা ।

224 - এ আটকে গেল ভারত, রান তাড়া করতে নামল আফগানরা

By

Published : Jun 22, 2019, 7:19 PM IST

Updated : Jun 22, 2019, 9:27 PM IST

সাউদহ্যাম্পটন, 22 জুন : 225 তাড়া করলেই চলতি বিশ্বকাপে প্রথম জয় আসবে আফগানদের ঝুলিতে । এই অবস্থায় ব্যাট করতে নেমে ভারতীয়দের ভালো বোলিংয়ের জেরে চাপে পরলেন গুলবদিনরা । 17তম ওভারে আফগানদের স্কোর 64 রানে দুই উইকেট । 225 তাড়া করতে নেমে প্রথম দশ ওভারে মাত্র 37 রান তোলেন আফগানরা । হারিয়েছে ওপেনার জ়াজ়াইয়ের উইকেট । প্রথম ম্যাচ খেলতে নেমে দুর্দান্ত প্রথম স্পেল মহম্মদ শামির । 4 ওভারে মাত্র 6 রান দিয়ে আফগানদের প্রথম উইকেটটি তুলে নেন তিনি । অপর ওপেনার গুলবদিনকে ফেরান হার্দিক । এর পর 28তম ওভারে রহমত শাহ ও হাশমাতুল্লা শাহিদিকে আউট করেন বুমরা ।

আফগান স্পিনারদের দুরন্ত বোলিংয়ে 224 রানেই আটকে গেল ভারত । হ্যাম্পশায়ার বোলের বাইশ গজে ভারতের তাবড় ব্যাটসম্যানদের 224 রানে আটকে রাখলেন আফগান স্পিনার । অর্থাৎ চলতি বিশ্বকাপে প্রথম জয় পেতে আফগানিস্তানের দরকার 225 রান । ভারতের হয়ে সর্বোচ্চ 67 রান করেন অধিনায়ক বিরাট কোহলি । হাফ সেঞ্চুরি করেন কেদার যাদবও ।

দু'টি করে উইকেট নেন আফগান অধিনায়ক গুলবদিন নাইব ও মহম্মদ নবি । 10 ওভার বল করে মাত্র 26 রান দিয়ে রোহিতের উইকেট তুলে নেন মুজিব । পাশাপাশি একটি করে উইকেট নেন রাশিদ খান, রহমত শাহ ও আফতাব আহমেদ ।

আফগানদের বিরুদ্ধে টস জিতে প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন ভারত অধিনায়ক । আফগানদের বিরুদ্ধে বিরাট রানের প্রত্যাশা ছিল কোহলিদের উপর । কিন্তু শুরুতেই ফর্মে থাকা রোহিত শর্মার উইকেট হারিয়ে চাপে পড়ে যায় মেন ইন ব্লু ।

প্রথম পাওয়ার প্লে অর্থাৎ প্রথম 10 ওভারে মাত্র 41 রান তোলে ভারত । বিশেষজ্ঞরা ব্যাটিং পিচ বললেও ম্যাচ গড়ার সঙ্গে সঙ্গে স্লো হতে থাকে হ্যাম্পশায়ার বোলের বাইশ গজ । পরের পাওয়ার প্লে অর্থাৎ 11 থেকে 40 ওভারে তিন উইকেট হারিয়ে মাত্র 134 রান তোলে ভারত । ড্রেসিংরুমে ফিরে যান রাহুল, বিজয় শংকর ও বিরাট কোহলি । রাহুল 53 বলে 30 এবং বিজয় 41 বলে 29 রান করে আউট হন ।

স্লো পিচে বড় রান করতে পারেননি ধোনিও । 52 বল খেলে মাত্র 28 রান করেন মাহি । মাত্র তিনটি বাউন্ডারি মারেন ধোনি । কেদার যাদবের হাফ-সেঞ্চুরিতে মানরক্ষা হয় ভারতের । তাঁর লড়াকু ইনিংসে দু’শো রানের গণ্ডি টপকায় টিম ইন্ডিয়া । বড় রান করতে ব্যর্থ হার্দিক পান্ডিয়া । মাত্র 7 রান করে উইকেটের পিছনে ক্যাচ দিয়ে ড্রেসিংরুমে ফেরেন পান্ডিয়া ।

Last Updated : Jun 22, 2019, 9:27 PM IST

ABOUT THE AUTHOR

...view details