দিল্লি, 10 জুন : ভারতীয় দলের বাইরে থাকা তারকা ব্যাটসম্যান যুবরাজ সিং আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর ঘোষণা করলেন । লন্ডনে বিরাটদের অজ়ি বধের পরের দিনেই আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর ঘোষণা করলেন যুবরাজ সিং । 2011 বিশ্বকাপের সেরা খেলওয়াড় ছিলেন তিনি । ক্যান্সারকে হার মানিয়ে জিতেছিলেন বিশ্বকাপ । এইবারের IPL-এ মুম্বই ইন্ডিয়ান্সের সদস্য ছিলেন তিনি । কিন্তু মাত্র 4টি ম্যাচে সুযোগ পান । 2017 সালে ভারতের হয়ে নিজের শেষ ম্যাচ খেলেছিলেন তিনি ।
2000 সালে কেনিয়ায় সৌরভ গাঙ্গুলির নেতৃত্বে ICC নকআউট টুর্নামেন্টে কেনিয়ার বিরুদ্ধে ভারতীয় দলের জার্সিতে অভিষেক হয় যুবরাজের । একই ম্যাচে যুবির সঙ্গে সেদিন আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক হয়েছিল ভারতের প্রাক্তন বাঁ-হাতি পেসার জাহির খান ও প্রাক্তন উইকেটকিপার ব্যাটসম্যান বিজয় দাহিয়ার । কিন্তু প্রথম ম্যাচে ব্যাট হাতে নামার সুযোগ হয়নি যুবির ।
7 অক্টোবর 2000 সাল । নাইরোবিতে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ICC নকআউট টুর্নামেন্টে প্রথম ব্যাট করতে নামেন তিনি । সেই ম্যাচে অস্ট্রেলিয়ান বোলারদের নাস্তানাবুদ করে নিজের প্রথম ছাপ রেখেছিলেন আন্তর্জাতিক ক্রিকেটে । করেছিলেন 80 বলে 84 রান । রবিন সিংয়ের সঙ্গে খেলে ভারতকে পৌঁছে দিয়েছিলেন 265 রানে । তাঁর ব্যাটিংয়ের সৌজন্যেই জিতেছিল ভারত ।
তারপর 30 জুন, 2017 সাল । 37 বছরের ভারতের এই বাঁ-হাতি ব্যাটসম্যান শেষবার দেশের হয়ে খেলেন । ভারতের ক্যারিবিয়ান সফরে নর্থ-সাউন্ডে ওয়ান ডে ম্যাচে টিম ইন্ডিয়ার হয়ে শেষ ম্যাচ খেলেন যুবি । করেছিলেন 55 বলে 39 রান ।
ভারতের হয়ে 40টি টেস্টে 3টি সেঞ্চুরি সহ 1900 রান করেছেন তিনি । টেস্ট দলে নিজের জায়গা স্থায়ী না করতে পারলেও সীমিত ওভারের টিমে তাঁর বিকল্প ছিল না ভারতের কাছে । ভারতের হয়ে 304টি ম্যাচে 14টি সেঞ্চুরি ও 54টি হাফসেঞ্চুরি সহ করেছেন 8701 রান । উইকেট নিয়েছেন 111টি ।