মুম্বই, ৫ মার্চ : ৯২২ রেটিং পয়েন্ট নিয়ে ICC টেস্ট র্যাঙ্কিংয়ে নিজের শীর্ষস্থান ধরে রাখলেন ভারতীয় অধিনায়ক বিরাট কোহলি। তবে, ৯১৫ রেটিং পয়েন্ট নিয়ে বিরাটের ঘাড়ে নিঃশ্বাস ফেলছেন নিউজ়িল্যান্ডের অধিনায়ক কেন উইলিয়ামসন। ৮৮১ রেটিং পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে রয়েছেন আর এক ভারতীয় ব্যাটসম্যান চেতেশ্বর পূজারা।
টেস্টে শীর্ষে কোহলি, ৭ পয়েন্ট ব্যবধানে দুইয়ে উইলিয়ামসন - cricket
৯২২ রেটিং পয়েন্ট নিয়ে ICC টেস্ট র্যাঙ্কিংয়ে নিজের শীর্ষস্থান ধরে রাখলেন ভারতীয় অধিনায়ক বিরাট কোহলি। তবে, ৯১৫ রেটিং পয়েন্ট নিয়ে বিরাটের ঘাড়ে নিঃশ্বাস ফেলছেন নিউজ়িল্যান্ডের অধিনায়ক কেন উইলিয়ামসন।
বাংলাদেশের বিরুদ্ধে চলতি টেস্ট সিরিজ়ের প্রথম ম্যচে ৭১৫ রানের বিশাল স্কোর করেছিল কিউয়িরা। তাতে কিউয়ি ক্যাপ্টেন উইলিয়ামসনের অবদান ছিল অপরাজিত ২০০। যার সুবাদে পেয়েছিলেন প্লেয়ার অফ দা ম্যাচের অ্যাওয়ার্ডও। এবং সেই পারফরম্যান্সের সৌজন্যে তাঁর রেটিং পয়েন্ট ৮৯৭ থেকে বেড়ে ৯১৫ হয়।
কোহলির সঙ্গে নিউজ়িল্যান্ড অধিনায়কের পয়েন্টের ফারাক এখন মাত্র ৭। বাংলাদেশের বিরুদ্ধে চলতি সিরিজ়ে এখনও দুটো টেস্ট হাতে রয়েছে উইলিয়ামসনের। ফলে, ২০১৫ সালের পর আবার টেস্ট ব়্যাঙ্কিংয়ে তাঁর শীর্ষস্থানে উঠে আসার সম্ভাবনা রয়েছে। রিচার্ড হ্যাডলির পর নিউজ়িল্যান্ডের দ্বিতীয় ক্রিকেটার হিসেবে ৯০০ রেটিং পয়েন্টের বেশি পেলেন কেন উইলিয়ামসন।