দিল্লি, 26 জুলাই : ভারতের প্রাক্তন অলরাউন্ডার যুবরাজ সিং মনে করেন যে তাঁর ক্যারিয়ারের শেষের দিকটা তাঁকে পেশাদারিত্বের সাথে চালনা করতে দেওয়া হয়নি। সেরা অলরাউন্ডারদের হিসাবে পরিচিত যুবরাজ গত বছরের জুন মাসে নিজের ক্যারিয়ারে ইতি টেনেছিলেন ।
নিজের প্রাপ্য সম্মান না পাওয়ার কথা বলতে গিয়ে তিনি তাঁর সতীর্থ হরভজন (সিংহ), (বীরেন্দ্র) শেহবাগ, জহিরের (খান ) নাম নেন । যুবরাজ মনে করেন, তাঁর মতো এঁদেরও ক্যারিয়ারের শেষের দিকটা সুখকর নয় । একসময়ে আন্তর্জাতিক মঞ্চে ভারতকে বিশেষ উচ্চতায় পৌঁছে দিতে এঁদের অবদান ছিল অনস্বীকার্য । কিন্তু শিখরে পৌঁছেও এঁদের ক্যারিয়ারের শেষটা অনেকটাই দায় সারা গোছের ।
এই বিষয়টি নিয়ে এক শোতে যুবরাজ বলেন, "আমি এখন অনুভব করেছি যে,ক্যারিয়ারের শেষের দিকে আমাকে যেভাবে পরিচালিত করেছিল তা পেশাগত দিক দিয়ে সঠিক ছিল না । ঠিক তেমনই ক্যারিয়ারের শেষ দিকটা হরভজন (সিংহ), (বীরেন্দ্র) শেহবাগ, জহির (খান )দের মতো দুর্দান্ত খেলোয়াড়রাও খুব খারাপভাবে পরিচালিত হয়েছেন । সুতরাং এটি ভারতীয় ক্রিকেটের অংশ, আমি আগেও এটি দেখেছিলাম এবং আমি সত্যিই এতে অবাক হইনি ।"