পশ্চিমবঙ্গ

west bengal

বিরাট ঝড়ে নাজেহাল দক্ষিণ আফ্রিকা, দ্বিতীয় দিনেই সুবিধাজনক জায়গায় ভারত

By

Published : Oct 11, 2019, 12:15 PM IST

Updated : Oct 11, 2019, 6:27 PM IST

ফের রানের শিখরে বিরাট । দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে দ্বিতীয় টেস্টের প্রথম ইনিংসে দ্বিশতরান করলেন কোহলি । এটি তাঁর 26 তম শতরান ।

বিরাট

পুনে, 11 অক্টোবর : আনস্টপেবল বিরাট ! টেস্ট কেরিয়ারে 26 তম শতরান করলেন তিনি । আন্তর্জাতিক ক্রিকেটে তাঁর সেঞ্চুরির সংখ্যা দাঁড়াল 69 । অধিনায়ক হিসেবে প্রথম ভারতীয় ব্যাটসম্যান হিসেবে করলেন 40টি সেঞ্চুরি । রিকি পন্টিংয়ের রেকর্ড টপকাতে আর বাকি 2টি সেঞ্চুরি ।

রান মেশিন বিরাট কোহলিকে থামানোর কোনও অস্ত্রই যেন খুঁজে পাচ্ছে না বিপক্ষ । তাঁর দুর্দান্ত ফর্ম অব্যাহত দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে । প্রথম টেস্টে রোহিত, মায়াঙ্কদের ছায়ায় ঢাকা পড়ে গেছিলেন । দ্বিতীয় টেস্টে ফিরে এলেন স্বমহিমায় । পুনের স্পোর্টিং উইকেটে করলেন দুরন্ত সেঞ্চুরি । অপরাজিত থাকলেন 254 রানে ৷

2014 সালে এম এস ধোনিকে সরিয়ে অধিনায়ক করা হয়েছিল বিরাটকে । মনে করা হচ্ছিল, অধিনায়কত্বের চাপে হয়তো বিরাটের ব্যাটিং পারফরমেন্সে ভাঁটা পড়তে পারে । কোথায় কী ? বিরাটের বিরাট ব্যাট যেন রোজই রাজ করছে । অধিনায়কত্বের মাত্র 5 বছরে 40টি আন্তর্জাতিক সেঞ্চুরি হয়ে গেল তাঁর । এর মধ্যে ODI-তে 21টি ও টেস্টে 19টি । অধিনায়ক হিসেবে সেঞ্চুরির তালিকায় তাঁর আগে রয়েছেন শুধু রিকি পন্টিং । তাঁর সেঞ্চুরির সংখ্যা 41 ।

আজকের ইনিংসের পর টেস্টে কোহলির শতরান হল 26 । ইনজ়ামাম উল হককে টপকে তিনি ছুঁলেন স্যার গ্যারি সোবার্স ও স্টিভ স্মিথকে । তালিকায় শীর্ষে রয়েছেন সচিন তেন্ডুলকর । তাঁর সেঞ্চুরির সংখ্যা 51 । সব ধরনের ফর্ম্যাট মিলিয়ে সচিনের সেঞ্চুরি 100 । কোহলি এখনও 31 ধাপ পিছনে আছেন ।

Last Updated : Oct 11, 2019, 6:27 PM IST

ABOUT THE AUTHOR

...view details