পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / sports

মুকুটে নতুন পালক, দশকের সেরা অধিনায়ক ধোনি ও বিরাট - virat kohli

যদিও টেস্ট দলের ভারত থেকে অধিনায়ক বিরাট ছাড়া আর কেউই সুযোগ পায়নি । কিন্তু ওয়েনডে দলে ধোনি ছাড়াও সুযোগ পেয়েছেন রোহিত শর্মা ও বিরাট কোহলি ।

image
বিরাট কোহলি

By

Published : Dec 24, 2019, 7:13 PM IST

দিল্লি, 24 ডিসেম্বর : নতুন পালক মহেন্দ্র সিং ধোনির মুকুটে । বর্তমানে ক্রিকেট থেকে দুরে থাকলেও ক্রিকেট অস্ট্রেলিয়ার বিচারে দশকের সেরা ওয়ানডে দলের অধিনায়ক নির্বাচিত হলেন মহেন্দ্র সিং ধোনি । অন্যদিকে ভারত অধিনায়ক বিরাট কোহলিকে দশকের সেরা একদিনের দলের ক্যাপ্টেন নির্বাচিত করল ক্রিকেট অস্ট্রেলিয়া ।

যদিও টেস্ট দলের ভারত থেকে অধিনায়ক বিরাট ছাড়া আর কেউই সুযোগ পায়নি । কিন্তু ওয়ান-ডে দলে ধোনি ছাড়াও সুযোগ পেয়েছেন রোহিত শর্মা ও বিরাট কোহলি । একদিনের দলে সুযোগ পেয়েছেন দক্ষিণ আফ্রিকার এবি ডিভিলিয়ার্স ও হাসিন আমলা । এছাড়াও আছেন শাকিব আল হাসান, জস বাটলার, রশিদ খান, মিশেল স্টার্ক, ট্রেন্ট বোল্ট ও লাসিথ মালিঙ্গা ।

টেস্ট দলে ভারত থেকে একমাত্র বিরাট কোহলি রয়েছেন এই দলে । তিনি অধিনায়কও নির্বাচিত হয়েছেন । টেস্ট দলের ওপেনার হিসাবে আছেন অ্যালিস্টার কুক ও ডেভিড ওয়ার্নার । এছাড়া কেন উইলিয়ামসন, স্টিভ স্মিথ, এবি ডিভিলিয়ার্স, ডেল স্টেইন, স্ট্রুয়াট ব্রড, জেমস আন্ডারসন ও নাথন লিঁয় ।

ABOUT THE AUTHOR

...view details