কলকাতা, 21 নভেম্বর : বাংলার ক্রিকেটে ফের কোরোনা ভাইরাসের হানা ৷ বেঙ্গল টি-20 চ্যালেঞ্জ শুরু হওয়ার আগে কোরোনা ভাইরাসে আক্রান্ত হলেন অভিষেক রমণ ও ঋত্বিক চট্টোপাধ্যায়সহ তিন ক্রিকেটার ৷ আগামী 24 নভেম্বর থেকে শুরু হওয়ার কথা বেঙ্গল টি-20 চ্যালেঞ্জ ৷
ইস্টবেঙ্গলের অভিষেক ও মোহনবাগানের ঋত্বিক ছাড়াও কোরোনায় আক্রান্ত হয়েছেন ক্যালকাটা কাস্টমের দীপ চট্টোপাধ্যায়ও ৷ এছাড়া CAB -র দুর্নীতি দমন শাখার আধিকারিক পার্থপ্রতিম সেনও কোরোনায় আক্রান্ত হয়েছেন ৷