পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / sports

বেঙ্গল টি-20 চ্যালেঞ্জ শুরুর আগে কোরোনায় আক্রান্ত তিন ক্রিকেটার

ইস্টবেঙ্গলের অভিষেক ও মোহনবাগানের ঋত্বিক ছাড়াও কোরোনায় আক্রান্ত হয়েছেন ক্যালকাটা কাস্টমের দীপ চট্টোপাধ্যায়ও ৷ এছাড়া CAB -র দুর্নীতি দমন শাখার আধিকারিক পার্থপ্রতিম সেনও কোরোনায় আক্রান্ত হয়েছেন ৷

CAB
CAB

By

Published : Nov 21, 2020, 10:14 AM IST

কলকাতা, 21 নভেম্বর : বাংলার ক্রিকেটে ফের কোরোনা ভাইরাসের হানা ৷ বেঙ্গল টি-20 চ্যালেঞ্জ শুরু হওয়ার আগে কোরোনা ভাইরাসে আক্রান্ত হলেন অভিষেক রমণ ও ঋত্বিক চট্টোপাধ্যায়সহ তিন ক্রিকেটার ৷ আগামী 24 নভেম্বর থেকে শুরু হওয়ার কথা বেঙ্গল টি-20 চ্যালেঞ্জ ৷

ইস্টবেঙ্গলের অভিষেক ও মোহনবাগানের ঋত্বিক ছাড়াও কোরোনায় আক্রান্ত হয়েছেন ক্যালকাটা কাস্টমের দীপ চট্টোপাধ্যায়ও ৷ এছাড়া CAB -র দুর্নীতি দমন শাখার আধিকারিক পার্থপ্রতিম সেনও কোরোনায় আক্রান্ত হয়েছেন ৷

বেঙ্গল টি-20 চ্যালেঞ্জে বাংলার 6টি ক্লাব লড়াই করবে ৷ 24 নভেম্বর থেকে 10 ডিসেম্বর পর্যন্ত চলবে এই টুর্নামেন্ট ৷ সম্পূর্ণ জৈব সুরক্ষা বলয়ের মধ্যে লকডাউনের পর প্রথম ক্রিকেট ফিরতে চলেছে ইডেন গার্ডেন্সে ৷

একটি বিজ্ঞপ্তিতে CAB জানিয়েছে, ‘‘ হোটেলে প্রবেশ করানোর জন্য একদিনে মোট 142 জনের কোভিড পরীক্ষা করা হয়েছে ৷ তারমধ্যে চারজনের রেজাল্ট পজ়িটিভ এসেছে ৷ তাঁদের CAB-র মেডিকেল দলের তত্ত্বাবধানে চিকিৎসার জন্য পাঠানো হয়েছে ৷’’

ABOUT THE AUTHOR

...view details