পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / sports

ব্যাটসম্যানদের ত্রাস বুমরা, কোন অস্ত্রে ? - world cup

গত এক বছরে বিশ্ব ক্রিকেটে ধূমকেতুর মত উত্থান ভারতীয় পেসার জসপ্রিত বুমরার । ইংল্যান্ডে আসন্ন বিশ্বকাপে বুমরাহই ভারতের সেরা অস্ত্র

bumrah

By

Published : May 18, 2019, 11:35 AM IST

হায়দরাবাদ, 18 মে : ভারতীয় ক্রিকেট মানেই ম্যামথ ব্যাটিং লাইন আপ । বিশ্বের তাবড় তাবড় বোলিং লাইন আপের শিড়দাঁড়া দিয়ে হিমেল স্রোত নেমে যায় ভারতীয় ব্যাটিং লাইন আপের সামনে। ভারতীয় ক্রিকেটের সাফল্যের ইতিহাসের অধিকাংশ পাতাই ব্যাটসম্যানদের দখলে ।

ঘরের মাঠে সফল হলেও বিদেশের মাটিতে বার বার মুখ থুবড়ে পড়তে হত ভারতীয় দলকে । বিশেষ করে অস্ট্রেলিয়া, ইংল্যান্ড, সাউথ আফ্রিকা, ওয়েস্ট ইন্ডিজ একটা সময় ভারতীয় ক্রিকেট দলের বধ্যভূমি ছিল । এই সব দেশের ফাস্ট উইকেটে পেস আক্রমণ সামলাতে গিয়ে অনেকবার ল্যাজে-গোবরে হয়েছে ভারতীয় ক্রিকেট দল ।

বিদেশের মাটিতে ভারতের ব্যর্থতার জন্য বারবার কাঠগড়ায় উঠেছে বোলিং লাইন আপ । বিশেষ করে পেস বিভাগ । গত কয়েক বছরে সেই পেস বিভাগই হয়ে উঠেছে ভারতীয় দলের অন্যতম শক্তি। দেশে দাদাগিরির পাশাপাশি বিদেশের মাটিতেও চোখ রাঙাচ্ছে ভারতীয় পেসাররা ।

ভারতীয় পেস লাইন-আপের মোস্ট ইউনিক বোলার জসপ্রিত বুমরা । এই গুজরাত তনয়ের উত্থান ধূমকেতুর মত। বর্তমানে একদিনের ক্রিকেটে বিশ্বের বোলারদের ক্রমতালিকার শীর্ষস্থানটা তাঁরই দখলে । বিদেশের মাটিতে ভারতীয় দলের সাম্প্রতিক সাফল্য তাঁর অবদান অনেকটাই । মুম্বই ইন্ডিয়ান্সের চতুর্থ IPL জয়ের পিছনেও বুমরার বড় ভূমিকা রয়েছে ।

বাকি বোলারদের থেকে বুমরা একটু ব্যতিক্রমী। ইউনিক ডেলিভারি তাঁকে অনন্য করে তুলেছে । বুমরার মূল অস্ত্র গতি । এর সঙ্গে তাঁকে বাড়তি অ্যাডভান্টেজ দিয়েছে বলের মুভমেন্ট নিয়ন্ত্রণ । ল্যাটেরাল ও ভার্টিকাল দুই মুভমেন্ট নিয়ন্ত্রণ তাঁকে বাকিদের থেকে অনেকটা এগিয়ে দিয়েছে । সিম পজিশন, বল ছাড়ার উচ্চতা ও ব্যাকস্পিনের বৈচিত্র্য তাঁকে আরও ক্ষুরধার করেছে।

বুমরা নিয়মিত 145 কিমি বেগে বল করেন । এছাড়া তিনি অনেক উঁচু থেকে বল ছাড়েন । তাই ব্যাটসম্যানদের পক্ষে ডিফেন্স করা বেশ কঠিন । বুমরার হাতে আউট ও ইনসুইং দুই রয়েছে । উচ্চগতির সঙ্গে রিভার্স সুইংয়ের বিরল মিশ্রণ বুমরার অন্যতম শক্তিশালী অস্ত্র ।

ক্রিকেট বলের মুভমেন্ট চারিদিকে একটা হাওয়ার বলয় তৈরি করে । একে বাউন্ডারি লেয়ার বলা হয় । বল ছাড়ার পর একটা সময় এই লেয়ার বল থেকে আলাদা হয়ে যায় । বল ছাড়ার পর সিমের যেদিকে হাওয়ার চাপ কম থাকে সেই দিক মাটিতে হিট করে এবং বল তার উলটো দিকে মুভ করে । বুমরার বোলিংয়ে বৈচিত্র্যের অন্যতম কারণ তাঁর নিয়ন্ত্রণ । বলের মুভমেন্ট নিয়ন্ত্রণ করতে পারেন বুমরা ।

স্লোয়ার বলের ক্ষেত্রেও বুমরার বলে বেশ বৈচিত্র্য দেখা যায়। উচ্চগতি ব্যাসম্যানদের চাপে ফেলে দিলেও, কমগতির বলে ব্যাসম্যানদের বোকা বানানো বেশ কঠিন । আর বুমরা ঠিক এই অস্ত্র দিয়েই ডেথ ওভারে বাজিমাত করছেন । এদিকে বুমরার হাতে আরও একটি অস্ত্র রয়েছে, স্লোয়ার বলে ভার্টিকাল সুইং, অর্থাৎ বলের উচ্চতা নিয়ন্ত্রণ । বল যতটা উঁচুতে আসবে বলে ব্যাটসম্যান ভাবে, তার থেকে উঁচু বা নিচুতে আসে । ফলে ব্যাটসম্যান শট নিতে বেশ চাপে পড়ে যায় । তাই বুমরার উইকেট টেকিং অ্যাবিলিটি অনেকটাই বেশি ।

আসন্ন বিশ্বকাপে ভারতের ভরসা ও অন্য দলের ত্রাস হয়ে উঠতে পারেন বুমরা । বিশেষজ্ঞরা বলছেন, ইংল্যান্ডের মাটিতে বুমরাই কোহলির তুরুপের তাস ।

ABOUT THE AUTHOR

...view details