মুম্বই, 15 এপ্রিল: দেশজুড়ে দাপট দেখাচ্ছে কোরোনা । দেশে লকডাউনর মেয়াদও বাড়ানো হয়েছে । এবার অনির্দিষ্টকালের জন্য পিছিয়ে গেল IPL । বুধবার এই সিদ্ধান্তের কথা সমস্ত ফ্র্যাঞ্চাইজিদের জানিয়ে দেওয়া হল । দেশজুড়ে লকডাউনের মেয়াদ বেড়েছে 3 মে পর্যন্ত । ফলে এই সময় IPL করা অসম্ভব । তাই দুই বা তিন মাস পরে পরিস্থিতি বিচার করে ফের IPL-এর কথা ভাবতে পারে BCCI ।
মঙ্গলবার সন্ধ্যায় ভিডিয়ো কনফারেন্সের মাধ্যমে বৈঠকে বসেন বোর্ডের শীর্ষকর্তারা । বৈঠকে ছিলেন সভাপতি সৌরভ গঙ্গোপাধ্যায়, সচিব জয় শাহ, IPL চেয়ারম্যান ব্রিজেশ প্যাটেল, IPL-এর চিফ অপারেটিং অফিসার হেমাঙ্গ পাটিল । বৈঠকেই ঠিক হয় অনির্দিষ্টকালের জন্য পিছিয়ে দেওয়া হবে এই কোটিপতি লিগ ।