চেন্নাই, 31 জানুয়ারি : আইপিএলে দুরন্ত পারফরম্যান্স ৷ যার জেরে ভারতীয় দলের অস্ট্রেলিয়া সফরে নেট বোলার হিসেবে উড়িয়ে নিয়ে যাওয়া হয়েছিল তামিলনাড়ুর পেসার টি নটরাজনকে ৷ এরপরের কাহিনি সবার জানা ৷ একের পর এক ক্রিকেটারের চোট আঘাত তাঁর সামনে টেস্ট দলে ঢোকার দরজা খুলে দিয়েছিল ৷ শেষ কয়েকদিনের ঘটনাক্রম এখনও পর্যন্ত স্বপ্নের মতো মনে হয় নটরাজনের ৷ অস্ট্রেলিয়া সফরে স্বপ্নপূরণ হওয়ায় নিজেকে আশীর্বাদধন্য মনে করছেন নটরাজন ৷
নটরাজনের কাছে শেষ কয়েকটি মাসের অভিজ্ঞতা 'পরাবাস্তব'-এর মতো ৷ দেশে ফিরে তাই ভগবানের আশীর্বাদ নিতে গিয়েছিলেন মন্দিরে ৷ সেই ছবি টুইট করে লিখেছেন, "নিজেকে আশীর্বাদধন্য মনে হচ্ছে ৷" ছবিতে নীল জিন্সের উপর কালো টি শার্ট পরে রয়েছেন নটরাজন ৷ মস্তক মুণ্ডিত ৷ দেখেই মনে হচ্ছে মনোবাসনা পূর্ণ হওয়াতেই মাথা ন্যাড়া করেছেন তিনি ৷
এককথায় বলা যায় স্বপ্নের উত্থান ৷ সেই উত্থানটা শুরু হয়েছিল আরব আমিরশাহীতে অনুষ্ঠিত গতবছরের আইপিএল দিয়ে ৷ সানরাইজার্স হায়দরাবাদের কমলা জার্সিতে বিপক্ষ টিমের ত্রাস হয়ে উঠেছিলেন এই পেসার ৷ আইপিএলের মঞ্চ থেকে পরিচিত হন 'ইয়র্কার কিং' নামে ৷ অ্যাডিলেডে প্রথম টেস্টের পরও জানতেন না বিবিদেশের মাটিতে সাদা জার্সিতে দেশকে প্রতিনিধিত্ব করবেন ৷ প্রথমে মহম্মদ শামি পরে উমেশ যাদবের চোট তাঁকে স্বপ্নপূরণের দিকে নিয়ে গিয়েছিল ৷ সিডনিতে তৃতীয় টেস্টের জন্য দলে রাখা হয়েছিল নটরাজনকে ৷ তবে প্রথম একাদশে সুযোগ পাবেন কি না তা নিয়ে সংশয় ছিল ৷ তামিলনাড়ুর হয়ে মাত্র একটি প্রথম শ্রেণির ম্যাচ খেলা এই তরুণের ভাগ্য সঙ্গ দেয় ৷