পাঠানকোট, 30 অগাস্ট: আমিরশাহী থেকে তড়িঘড়ি দেশে ফিরে এসেছেন ৷ জানিয়ে দিয়েছেন, এবারের IPL খেলবেন না ৷ কিন্তু কেন? কারণটা "ব্যক্তিগত" বললেও ক্রিকেট অনুরাগীদের মনে এই প্রশ্নটাই ঘুরপাক খাচ্ছিল ৷ রায়নার দেশে ফেরার কারণ হিসেবে যা উঠে আসছে তা চমকে দেওয়ার মতো ৷ জানা গেছে, পঞ্জাবের পাঠানকোটে রায়নার পিসির বাড়িতে ঘটেছে ডাকাতি ৷ দুষ্কৃতীদের হাতে খুন হয়েছেন ক্রিকেটারের পিসেমশাই ৷ পিসি সহ পরিবারের তিন সদস্য গুরুতরভাবে আহত ৷ সব মিলিয়ে এইমুহূর্তে বিধ্বস্ত রায়না পরিবার ৷
ঘটনাটি ঘটেছে 19 অগাস্ট গভীর রাতে ৷ পাঠানকোটের থারিয়াল গ্রামে সুরেশ রায়নার পিসেমশাই অশোক কুমারের বাড়িতে লুটপাটের উদ্দেশ্যে হানা দেয় কুখ্যাত "কালে কাচ্ছেওয়ালা" গ্যাং ৷ সেই সময় পুরো পরিবার বাড়ির ছাদে ঘুমোচ্ছিল ৷ মাথায় গুরুতর চোট লাগে 58 বছরের অশোকবাবুর ৷ সেদিন রাতেই মৃত্যু হয় তাঁর ৷ অশোক কুমারের 80 বছরের মা সত্যা দেবী, স্ত্রী আশা, ছেলে অপিন ও কুশল গুরুতরভাবে আহত ৷ সত্যা দেবীকে ছেড়ে দেওয়া হলেও বাকিদের চিকিৎসা চলছে বলে জানিয়েছেন পাঠানকোটের SSP প্রভজোৎ সিং ভিরক ৷ তিনি আরও জানান, নগদ টাকা ও সোনার গয়না নিয়ে পালিয়েছে ডাকাতরা ৷