পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / sports

জন্মদিনে 35 শিশুর হার্ট সার্জারির দায়িত্ব নিলেন গাভাসকর

গত বছরের জন্মদিনেও একই কাজ করেছিলেন এই কিংবদন্তি ৷ ভারতের হয়ে 35টি শতরান করেছেন তিনি ৷ তাই প্রতিবছর 35টি শিশুর হার্ট সার্জারির দায়িত্ব নেন তিনি ৷

image
Sunil Gavaskar

By

Published : Jul 10, 2020, 6:31 PM IST

মুম্বই, 10 জুন : সুনীল গাভাসকরের আজ 71 তম জন্মদিন ৷ আর 71 তম জন্মদিনে শ্রী সত্য সাঁই সঞ্জীবনি হাসপাতালের 35 শিশুর হার্ট সার্জারির উদ্যোগ নিলেন তিনি ৷

গত বছরের জন্মদিনেও এরকমই উদ্যোগ নিয়েছিলেন তিনি ৷ দেশের হয়ে 35টি শতরান করেছেন ৷ তাই প্রতি বছর 35 শিশুর হার্ট সার্জারির দায়িত্ব নেন তিনি ৷ সর্বভারতীয় একটি সংবাদপত্রে গাভাসকর জানান, ‘‘মানুষ জীবনে একাধিক জায়গায় তাঁর ছাপ ছাড়তে পারে ৷ আমার কাছে শিশুদের বিশেষ গুরুত্ব আছে ৷ তারা প্রত্যেক পরিবারের আনন্দের কারণ এবং ভবিষ্যতের আলোও বলা চলে ৷’’

এই বিশেষ উদ্যোগের কারণ জানতে চাওয়া হয় বিশ্বের প্রথম ব্যাটসম্যান হিসেবে 10 হাজার রানের গণ্ডি টপকানো গাভাসকরের কাছে ৷ তিনি বলেন, দুর্ভাগ্যবশত ভারতে জন্ম থেকে হৃদরোগে আক্রান্ত হওয়া স্বাভাবিক বিষয় হয়ে গেছে ৷ অনেকের সুস্থ জীবন-যাপন করার কোনও সুযোগই থাকে না ৷ তারা বেশিরভাগই গরিব পরিবারের সদস্য ৷ হার্ট টু হার্ট ফাউন্ডেশনের হয়ে কাজ করেন গাভাসকর ৷ তিনি বলেন, ‘‘আমরা 100-র বেশি শিশুকে জীবন ফিরিয়ে দিয়েছি ৷’’

আরও পড়ুন :- ISL- এ নতুন দল "এটিকে মোহনবাগান"

গাভাসকর আরও বলেন, ‘ যে দুঃস্থ পরিবার তার শিশুকে নিয়ে উৎকণ্ঠার মধ্যে থাকে তাদের সন্তানকে ফিরিয়ে দেওয়ার অভিজ্ঞতাটাই অসাধারণ ৷’’

সকাল থেকেই তাঁকে শুভেচ্ছা জানান একাধিক ক্রিকেটারা ৷ এছাড়া আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল , ভারতীয় ক্রিকেট বোর্ডও গাভাসকরকে শুভেচ্ছা জানিয়েছেন ৷ টুইট করেছেন সচিন তেন্ডুলকর, ভি ভি এস লক্ষ্মণ সহ অনেকে ৷

ABOUT THE AUTHOR

...view details