পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / sports

ময়দানে ক্যামেরা হাতে স্টিভ ওয়া - steve waugh

আজ সকালে হঠাৎ ক্যামেরা নিয়ে ময়দানে দেখা গেল প্রাক্তন অজ়ি তারকা স্টিভ ওয়াকে ৷ কলকাতায় এসেছিলেন তিনি ৷ ঘুরে গেলেন ইডেনেও ৷

image
কিংবদন্তি স্টিভ ওয়া

By

Published : Jan 27, 2020, 9:16 PM IST

Updated : Jan 27, 2020, 9:27 PM IST

কলকাতা, 27 জানুয়ারি : কলকাতা ময়দানে স্টিভ ওয়া । অস্ট্রেলিয়ার প্রাক্তন অধিনায়ক ইডেনে পা রাখলেন ৷ 1987 সালে অ্যালান বর্ডারের নেতৃত্বাধীন প্রথম বিশ্বকাপ জয়ী অস্ট্রেলিয়ান দলের সদস্য তিনি । আবার 2001 সালে এই ইডেনেই স্টিভ ওয়ার অস্ট্রেলিয়া সিংহাসনচ্যুত হয়েছিল সৌরভ গঙ্গোপাধ্যায়ের টিম ইন্ডিয়ার কাছে ।

মাঝে ক্রিকেট থেকে অবসর নিয়েছেন । ক্রিকেটার জীবনের শেষদিকে বিভিন্ন সমাজ সেবামূলক কর্মকাণ্ডের সঙ্গে জড়িয়ে আছেন । অবসরের পরে স্টিভ ওয়া আরও বেশি সামাজিক কাজে ব্যস্ত হয়ে পড়েছেন । গতকাল সাধারণতন্ত্র দিবসে ব্যারাকপুরের উদয়নে গিয়েছিলেন । কিন্তু কলকাতায় পা দেবেন আর ক্রিকেট থেকে দূরে থাকবেন তা কী হয় ? ফলে ব্যস্ত সূচির মাঝে ইডেনে চলে আসেন‌ । সেখানে তখন চলছিল বাংলা বনাম দিল্লির রণজি ট্রফির ম্যাচ । ম্যাচ দেখলেন স্টিভ ওয়া । ক্রিকেট দেখতে আসা দর্শকদের ছবি তুললেন ।

ক্যামেরা হাতে অজ়ি কিংবদন্তি স্টিভ ওয়া

ইডেন থেকে বেরিয়ে রাস্তা পেরিয়ে সোজা ময়দানে পা রাখলেন প্রাক্তন অজ়ি অধিনায়ক । প্রথমে আশুতোষ কলেজের প্র্যাকটিসে দোদার ছবি তুলে চলে গেলেন কাস্টমস ক্লাবের অনুশীলনে । সেখানেও ফটোগ্রাফারের ভূমিকায় স্টিভ ওয়া । ক্যামেরার লেন্সে ধরে রাখলেন ময়দানি ক্রিকেট ।

Last Updated : Jan 27, 2020, 9:27 PM IST

ABOUT THE AUTHOR

...view details