পশ্চিমবঙ্গ

west bengal

"আপনি নতুন প্রজন্মের অনুপ্রেরণা", টোকিয়ো অলিম্পিকসে গুডউইল অ্যাম্বাসাডর হওয়ার প্রস্তাব সৌরভকে

By

Published : Feb 2, 2020, 9:27 PM IST

সৌরভ গঙ্গোপাদ্য়ায়কে চিঠি দিলেন ইন্ডিয়ান অলিম্পিকস অ্যাসোসিয়েশনের জেনেরাল সেক্রেটারি রাজীব মেহতা । গুডউইল অ্যাম্বাসাডর হওয়ার প্রস্তাব দিয়ে তিনি লেখেন, "আপনি কোটি কোটি মানুষের অনুপ্রেরণা, বিশেষ করে নতুন প্রজন্মের ৷ প্রশাসক হিসেবে সবসময় তরুণ প্রতিভাদের তুলে ধরেছেন ৷ টোকিয়ো অলিম্পিকসে ভারতীয় দলের সঙ্গে আপনার উপস্থিতি তরুণ অ্যাথলিটদের উৎসাহিত করবে ৷"

Sourav Ganguly
সৌরভ গঙ্গোপাধ্যায়

কলকাতা, 2 ফেব্রুয়ারি: এবার 2020 টোকিয়ো অলিম্পিকসে গুডউইল অ্যাম্বাসাডর হওয়ার প্রস্তাব পেলেন সৌরভ গঙ্গোপাধ্যায় ৷ ইন্ডিয়ান অলিম্পিকস অ্যাসোসিয়েশনের তরফে তাঁকে এই প্রস্তাব দেওয়া হয়েছে ৷

ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ডের সভাপতি পদে বসার পর মহারাজের ফ্যান ফলোয়িং বেড়ে হয়েছে দ্বিগুণ ৷ প্রশাসক সৌরভের ক্রিকেটকে কেন্দ্র করে একের পর এক সিদ্ধান্ত প্রশংসা কুড়িয়েছে ৷ গতবছর সাফল্যের সঙ্গে গোলাপি বলের টেস্ট আয়োজন করে বাহবা পেয়েছেন ৷ এবার টোকিয়ো অলিম্পিকসে দেশের গুডউইল অ্যাম্বাসাডর হওয়ার প্রস্তাব পেলেন তিনি । ইন্ডিয়ান অলিম্পিকস অ্যাসোসিয়েশনের জেনেরাল সেক্রেটারি রাজীব মেহতা চিঠি দিয়ে সৌরভকে এই অনুরোধ জানিয়েছেন ৷ চিঠিতে লেখা রয়েছে, "2020 টোকিয়ো অলিম্পিকসে 14-16টি খেলায় দেশের 100 থেকে 200 জন প্রতিযোগীর অংশ নেওয়ার সম্ভাবনা রয়েছে ৷ সিনিয়র অ্যাথলিট ছাড়াও এবারের অলিম্পিকসে বহু তরুণ খেলোয়াড়ের অভিষেক হতে চলেছে ৷" এরপর সৌরভের উদ্দেশে লেখা হয়েছে, "আপনি কোটি কোটি মানুষের অনুপ্রেরণা, বিশেষ করে নতুন প্রজন্মের ৷ প্রশাসক হিসেবে সবসময় তরুণ প্রতিভাদের তুলে ধরেছেন ৷ টোকিয়ো অলিম্পিকসে ভারতীয় দলের সঙ্গে আপনার উপস্থিতি তরুণ অ্যাথলিটদের উৎসাহিত করবে ৷"

চলতি বছরে অলিম্পকসে ভারতের অংশগ্রহণের একশো বছর পূর্ণ হবে ৷ প্রতিযোগিতা চলবে 24 জুলাই থেকে 9 অগাস্ট পর্যন্ত ৷

ABOUT THE AUTHOR

...view details